মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ১০:৫৯:৪৯

জিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে যা বললেন দেব

জিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে যা বললেন দেব

বিনোদন ডেস্ক: দেব আর জিৎকে নিয়ে বাংলা সিনেমার বাজারে আলাদাই ক্রেজ আছে। দুই তারকার ভক্তরা তো একে-অপরের সঙ্গে প্রায়ই ঝগড়া লাগিয়ে দেন সামাজিক মাধ্যমে কে বেশি সফল তা নিয়ে। 

২০১০ সালের দুই পৃথিবী সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল দেব আর জিতকে। তারপর থেকে একসঙ্গে আর স্ক্রিন শেয়ার করেননি। দেব প্রসেনজিতের সঙ্গে কাজ করলেও, কাজ করছেন না জিতের সঙ্গে। সম্প্রতি দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র কাজ করছেন জিতের সঙ্গে তার ব্যুমেরাং ছবিতে। 

জিতেরই নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। তাহলে এমন কোনও ছবি কেন হচ্ছে না, যেখানে জিতের ছবিতে দেব বা দেবের ছবিতে জিৎ করবেন কেমিও, যেমনটা বলিউডে করছেন আজকাল শাহরুখ বা সালমান? 

এক সংবাদমাধ্যমের তরফে দেবকে প্রশ্ন করা হয়েছিল জিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে। তাতে টলিউডের নতুন ব্যোমকেশ জবাব দিলেন, ‘জিতের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। রুক্মিণী তো ওর সঙ্গে কাজও করছে। আমাদের একসঙ্গে কাজ করা হচ্ছে না কারণ ওরকম কোনও স্ক্রিপ্ট নেই। আমি অন্তত বলতে পারি, আমার দিক থেকে কারণ এটাই।’

দেব আরও বলেন, ‘কেউ একজন এগিয়ে আসুক আমাদের দুজনকে কাস্ট করে ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে। আমি তো রাজি হয়ে যাব। আমাদের দুজনের মধ্যে সেতু দরকার। ভালো গল্পের, ভালো পরিচালকের।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে