মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ০১:৩৪:৩৫

ছেলেকেই বেশি ভয় পান শ্রাবন্তী!

ছেলেকেই বেশি ভয় পান শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক: রবিবার জন্মদিন গিয়েছে অভিনেত্রীর। শ্রাবন্তীর জন্মদিনে তাকে শুভেচ্ছাও জানাতেও দেখা গিয়েছে টলিউডের একাধিক ব্যক্তিত্বের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশাপাশি টলি অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত, পূজা ব্যানার্জী, জিতু কমল সকলেই শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তীকে। 

এছাড়াও তার ভক্তেরাও ভালোবাসায় ভরিয়ে দেন প্রিয় অভিনেত্রীকে। তবে জানেন কি অভিনেত্রীর জন্মদিনের একদিন পরেই জন্ম ছেলে ঝিনুকের? যাকে ঘিরে আবর্তিত অভিনেত্রীর জীবন। কারণ, খুব অল্প বয়সে বিয়ে হলেও সংসার জীবনে ভাঙন ধরেছে বহুদিন। শুধু তাই নয়, এরপরে আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেও সফল হয়নি কোনওভাবেই। 

তবে শ্রাবন্তীর সঙ্গে তার একমাত্র সন্তানের সম্পর্ক কেমন তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন। জানেন কি অভিনেত্রীকে ঠিক কতটা শাসন করে তার ছেলে? এর আগেও বহুবার অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে তার জীবনে একমাত্র কাছের মানুষ তাঁর সন্তান। তাই ঝিনুকের জন্মদিন বলে কথা! ছবি পোস্ট করে শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। 

মায়ের জন্মদিনেও তাই একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন ছেলে ঝিনুক। শ্রাবন্তী যখন ৩৭ বছরে পা রাখল। ঠিক সেই বছরই ২১ বছরের তরুণ হল ছেলে ঝিনুক। যাকে একরাশ ভালোবাসা জানিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু, জানেন কি মায়ের প্রতি কতটা যত্নশীল ছেলে ঝিনুক।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ছেলে রীতিমতো শাসন করে শ্রাবন্তীকে। বেশি রাত অবধি পার্টি করাও খুব একটা না-পছন্দ তার। শুধু তাই নয়, সব ছেলেমেয়েরা যেমন মাকে ভয় পায় তেমন তার ক্ষেত্রে উলটো। ছেলেকেই নাকি বেশ ভয় পান অভিনেত্রী।

শুধু তাই নয়, শ্রাবন্তী এবং তার ছেলে একেবারেই বন্ধু। ছোট থেকেই ছেলের সবটা একাই সামলেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ছেলের জীবনের ব্যক্তিগত বিষয়েও খুব একটা হস্তক্ষেপ করেন না কখনওই শ্রাবন্তী। মা-ছেলের সুন্দর এই মুহূর্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তেরাও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে