বিনোদন ডেস্ক: কয়েক দিন আগের কথা। ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করেছিলেন মহেশ ভাট। প্রতিযোগী হয়ে নয়। মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন বর্ষীয়ান পরিচালক। আর সেখানে তিনি পা রাখতেই শুরু হয়ে যায় নয়া বিতর্ক।
ঘরের কনিষ্ঠতম প্রতিযোগী মণীষা রানিকে চুম্বন দেন মহেশ। আর তা নিয়েই শুরু হয় বিস্তর চর্চা, জলঘোলা। ‘বিগ বস’ শেষ হতেই এ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন মণীষা। তার কথায়, “আমার একেবারেই কোনও অস্বস্তি হয়নি। মানুষ যদি ভেবে থাকে উনি আমাকে ভুল ভাবে ছুঁয়েছেন, তবে সেটা খুবই ভুল। উনি আমার কাকু বা বাবার মতো।”
বিগ বসের সেই পর্বে দেখা যায়, প্রথমে মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। অভিনেত্রীর হাতে হাত বোলাতে থাকেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়। নেটমাধ্যমের অনেকেই মহেশের এই আচরণ ভাল ভাবে নেননি।
তবে মহেশ কিন্তু সেখানেই থেমে থাকেননি। মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান। মণীষা যদিও এই পুরো ঘটনাকে বিতর্কিত হিসেবে দেখতে নারাজ।
তাঁর কথায়, “বড়রা নানা ভাবে ছোটদের প্রতি তাদের ভালবাসা ব্যক্ত করেন। কখনও তাদের স্পর্শ করে নিজেদের ভালবাসা বোঝাতে চান। কিন্তু উনি যখন আমাদের চুপ করতে বলেছিলেন, তখন ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি একদম কথা না বলে থাকতে পারি না। উনি খুব বড় একজন পরিচালক। তার উদ্দেশ্যে একেবারেই অসৎ ছিল না।”