বিনোদন ডেস্ক: এতো দিন ধরে ‘কানাডা কুমার’ তকমা পেয়েছিলেন অক্ষয় কুমার। কারণ একটাই, তার কাছে ছিল কানাডার নাগরিকত্ব। তবে স্বাধীনতা দিবসের দিনেই তিনি দিলেন এক সুখবর। দেশকে ভালবাসার বহু নিদর্শন দিয়েছেন আগেই, এবার পাকাপাকি ভাবে হলেন ভারতীয় নাগরিক।
ভারতীয় নাগরিকত্ব পাওয়া পরেই সামাজিক মাধ্যমে তা শেয়ার করেছেন অক্ষয়। লিখেছেন, “মন ও নাগরিকত্ব– দুটোই হিন্দুস্থানী। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।” এর আগে কানাডার নাগরিক হওয়ার সুবাদে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। নানা ভাবে হতে হয়েছে অপদস্থ।
এর আগে এ বছরের শুরুর দিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। জানিয়েছিলেন ভারতবর্ষ তার কাছে সবকিছু। তাই সেই ভারতের নাগরিকত্ব পেতে সব কিছু করতে রাজি তিনি। অবশেষে শুভদিনে তার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে।
অন্যদিকে কাজের ক্ষেত্রেও তার গাড়ি এগিয়ে চলেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘ওএমজি ২’। বক্স অফিসে ছবিটি মোটের উপর ভালই ব্যবসা করেছে। ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে প্রায় ৫৫ কোটি টাকা। হাতেও বেশ কিছু ছবি রয়েছে তার। সব মিলিয়ে বেজায় ব্যস্ত অক্ষয়।