বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম সফল অভিনেত্রী তিনি। তার অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলা সিনেমায় একের পর এক হিট থেকে সুপারহিট সিনেমা তাঁর হাত ধরে।
শুধু তাই নয়, নানা ঘরানার ছবি উপহার দিয়েছেন তিনি দর্শককে। একদিকে যেমন কমার্শিয়াল নানা ধরনের সিনেমায় তাকে দেখা গিয়েছে, তেমনই আবার রাজকাহিনির মতো ছবিতেও তাকে দেখা গিয়েছে দর্শকের মনজয় করতে। দুই বাংলাই একইভাবে জনপ্রিয় অভিনেত্রী।
সম্প্রতি বাংলাদেশে ছবির শ্যুটিংয়ে গিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে অনন্য মামুনের ছবি ‘স্পর্শ’-য় অংশ নিয়েছেন তিনি। ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নীরব হোসাইনকে। আর সেখানেই সাংবাদিকদের সঙ্গে ছবি নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে।
এ সময় সাক্ষাৎকারে ঋতুপর্ণাকে এমন কিছু প্রশ্ন করেন কী করে এই বয়সেও এমন ফিট রয়েছেন অভিনেত্রী? বাংলাদেশি সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারালেন ঋতুপর্ণা।
তিনি বলেন, ‘বাংলাদেশে যখনই আসি মন ভালো হয়ে যায়। বিমানবন্দর থেকে বেরিয়েই মনে হল কত চেনা শহর, চেনা দেশ, কত স্মৃতি। এখানকার চলচ্চিত্রের সঙ্গে দীর্ঘ সম্পর্ক আমার। এত সুপারহিট কাজ করেছি এখানে। ভবিষ্যতেও এমন অনেক ভালো কাজ করার ইচ্ছা রয়েছে।’
এসবের মাঝেই এক সাংবাদিক হঠাৎই তাকে প্রশ্ন করেন, ’৫২ বছর বয়সেও আপনি এতটা প্রাণবন্ত, ফিট কীভাবে?’ একথা শুনেই ঋতুপর্ণার উত্তর, ‘এই প্রশ্নটা করা কি আপনার খুব দরকার? আর ওই বয়সটা হয়নি এখনও, যেটা আপনি বলছেন। আমি হচ্ছি এভারগ্রিন। নায়িকার বয়স কখনও বলতে নেই। আর পুরুষদের স্যালারি কখনও বলতে নেই।’
এরপরেও একই প্রশ্ন বারবার করতে দেখা যায় মিডিয়ার তরফ থেকে। এবার রেগে যান অভিনেত্রী। তিনি বলেন, ‘এই প্রশ্নটা কিন্তু এডিট করতে হবে। নাহলে আমি উঠে চলে যাব। হিরোইনদের সঙ্গে এরকমভাবে কথা বলে না কেউ। এটায় আমি অবজেকশন জানাচ্ছি।’