বিনোদন ডেস্ক: আলিয়া ভাটের লিপস্টিক পরার কায়দা দেখে চোখ কপালে নেট-নাগরিকদের। কয়েক দিন ধরেই ভিডিওটি ঘুরছে অন্তর্জালে। যেখানে রণবীর-পত্নী শেখাচ্ছেন কীভাবে বিনা ফাউন্ডেশনে রোজকার মেকআপ লুক ক্রিয়েট করা যায়।
মানে অফিস বা কলেজে যাওয়ার আগেও একটুখানি সময় খরচ করে আপনি থাকবেন সুন্দরী। তবে ভিডিওর যে অংশটি নিয়ে সবথেকে বেশি চর্চা সেটি হল লিপস্টিক পরার কায়দা। আমার আপনার মতো করে মোটেও লিপস্টিক পরেন না আলিয়া।
নিজে সেটা মেনেও নিলেন। তা কীভাবে পরেন? লিপস্টিক নিয়ে তা ঠোঁটে ঘষার বদলে, ঠোঁট ঘষেন লিপস্টিকের গায়ে! আবার ফাঁস করলেন তার এই লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না স্বামী রণবীর কাপুর। এমনকী যখন প্রেমিক ছিলেন তখনও করতেন না।
আলিয়ার কথায়, ‘লিপস্টিক পরলেই বলে এক্ষুণি মুছে ফেলো। ওর আমার ঠোঁটের স্বাভাবিক রংই বেশি পছন্দ।’ ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। যদিও কোনও আড়ম্বর ছাড়াই হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। আমন্ত্রণ পেয়েছিল কয়েক জন মাত্র।