বিনোদন ডেস্ক: হঠাৎই অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হল অভিনেত্রী মিষ্টি সিংকে। সোমবার ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং ছিল তাঁর। তিনি হাজিরও হয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। গায়েও ধুম জ্বর।
এরপরেই আর দেরি করা হয়নি। স্বামী ও পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করেন তাকে। এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। যদিও অবস্থা আগের থেকে স্থিতিশীল। কিন্তু দুর্বলতা কমেনি। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ফিভারে আক্রান্ত মিষ্টি।
কিছু দিন আগেই বিয়ে করেন মিষ্টি সিং ও রেমো দাস। সেই ছোট বেলা থেকে প্রেম তাদের। ১৪ বছর ধরে প্রেমের পর বিয়ে করেন তারা। যদিও বিয়ের আগে পর্যন্ত প্রেম প্রকাশ্যে আনেননি তারা। কাছের মানুষেরা যদিও সবটাই জানতেন। ছোট পর্দা থেকেই কেরিয়ার শুরু করেছিলেন মিষ্টি।
তাকে শেষ দেখা গিয়েছে ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে। তবে তার অভিনীত সবচেয়ে বেশি চর্চিত চরিত্রটি হল ‘ভাদু’। র ঢলঢলে মুখ, ডাগর চোখের মোহে বুঁদ কিন্তু অনেকেই। যদিও মিষ্টি মন দিয়েছেন রেমোকেই। তিনি দ্রুত হয়ে সুস্থ হয়ে ফিরুন, আপাতত এমনটাই চাইছেন সকলে।