বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ০৯:২৮:৪৬

এবার যে দুই দেশ মাতাবেন জায়েদ খান

এবার যে দুই দেশ মাতাবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : ক’দিন আগেই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এরপর নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে গিয়েছিলেন তিনি।সেখানে বেশ কয়েকদিন কাটানোর পরে এবার আবারও দেশের বাইরে উড়াল দিলেন এই চলচ্চিত্র তারকা। বুধবার (১৬ আগস্ট) দুবাইয়ের উদ্দেশ্য দেশ ছেড়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়ক নিজেই। জায়েদ জানান, প্রথমে তিনি দুবাই যাচ্ছেন। সেখানে তিন দিন থেকে এরপর সিঙ্গাপুর যাবেন। জায়েদ খান বলেন, একটি শোয়ে অংশ নিতে দুবাই যাচ্ছি। সেখানে তিন দিন অবস্থান করব। এরপরে সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা আছে। সেখানেও তিন দিন থাকবো। সেখান থেকে দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব।

সম্প্রতি ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে...’ এই বক্তব্য দিয়ে আইনি গ্যাঁড়াকলে আটকান জায়েদ। তার বক্তব্য ‘নারীর সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয়প্রতিপন্ন করেছে’ এমন অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে নায়ক বলেন, ‘বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ফোন করেছেন। তবে আইনি নোটিশটি এখনো হাতে পাইনি। তাই এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। নোটিশটি অফিসিয়ালি হাতে পাই তারপর এ নিয়ে বলতে পারবো।’

অন্যদিকে, জায়েদ খান অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সোনারচর’ ও ‘বাহাদুরী’ নামের আরও দুটি সিনেমা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে