শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০৯:২৮:০৮

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা চোপড়া!

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকাই নাম লিখিয়েছেন ব্যবসায়। তাদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের সিনেমায় অভিনয়ের পাশাপাশি মার্কিনে রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। বিদেশের মাটিতে দেশীয় খাবারের স্বাদ দেওয়াই মূলত লক্ষ্য ছিল এই তারকার। তবে রেস্তোরাঁর ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে প্রশ্ন জেগেছে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন এই নায়িকা?

২০২১ সালে নিউইয়র্কে মনীশ গোয়েলের সঙ্গে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। সেই রেস্তোরাঁর নাম রাখা হয় ‘সোনা’। তবে মাত্র ২ বছরেই ‘সোনা’র অংশীদারিত্ব থেকে সরে দাঁড়ালেন এই নায়িকা। জনপ্রিয় এক আন্তর্জাতিক ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী, প্রিয়াঙ্কার মুখপাত্র এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছেন।

ওই বিবৃতিতে জানানো হয়ে, যেকোনো ব্যবসা শুরু করাই ক্যারিয়ারে ভীষণ গুরুত্বপূর্ণ তথা গর্বের। ‘সোনা’র পথ চলার ক্ষেত্রে প্রিয়াঙ্কার অবদানও ঠিক সেরকমই। দেশি হেঁশেলের রান্নার গল্প বলার মধ্যে দিয়ে একাধিকবার ফুটে উঠেছে।

নায়িকার বিজনেস পার্টনার মনীশের পক্ষে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা রেস্তোরাঁর মালিকানা থেকে নিজেকে সরিয়ে নিলেও ওর ছোঁয়া ‘সোনা’-তে রয়েই যাবে।ও এই পরিবারের একজন। নতুন এই ইনিংসের জন্য আমরা খুবই উচ্ছ্বসিত।

তবে ঠিক কী কারণে ওই রেস্তোরাঁ থেকে সরে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া? সেটা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে, কন্যা মালতিকে সময় দিতেই নিজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে