শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১:৪০:৩৫

ওভার অ্যাক্টিং করেছেন আমির খান, ভালো লাগেনি: রাজামৌলি

ওভার অ্যাক্টিং করেছেন আমির খান, ভালো লাগেনি: রাজামৌলি

বিনোদন ডেস্ক: গত বছর মুক্তি পায় আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত লাল সিং চাড্ডা। কিন্তু বক্স অফিসে বিন্দুমাত্র চলেনি এই ছবি। একেবারে মুখ থুবড়ে পড়েছিল। ফিল্ম সমালোচকরা তো বটেই দর্শকদের পর্যন্ত ভালো লাগেনি এই ছবি। 

সম্প্রতি এই ছবির প্রসঙ্গে একটি বড় তথ্য জানালেন অভিনেতা। আমির খানের তুতো ভাই হলেন পরিচালক মনসুর খান। তিনি জানিয়েছেন এসএস রাজামৌলি নাকি আমির খানকে এই ছবি দেখার পর বলেছিলেন যে এখানে আমির নাকি রীতিমত ওভার অ্যাক্টিং করেছেন।

মনসুর কিন্তু আগেই তার ভাইকে জানিয়েছিলেন যে তিনি অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে ওভারঅ্যাক্টিং করেছেন। কিন্তু সেই একই কথা যখন বাহুবলী এবং RRR খ্যাত পরিচালক এসএস রাজামৌলি বললেন তখন সেই কথা সকলেই স্বীকার করে নেন। এই বিষয়ে উল্লেখযোগ্য আমির খান এই ছবিটি কিন্তু আদতে ফরেস্ট গাম্প ছবির অফিসিয়াল রিমেক।

আমিরের সঙ্গে হওয়া একটি কথোপকথনের কথা মনে করে মনসুর পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'আমিরের সেন্স অব হিউমার দুর্দান্ত। একদিন ও আমায় মজা করে বলে তুমি তো খুব চুপচাপ, সোবর ছেলে তাই তুমি যখন বলেছিলে যে লাল সিং চাড্ডা ছবিতে আমি ওভারঅ্যাক্টিং করেছি তখন আমি অতটা কিছু বুঝিনি।' 

আমির খান বলেছিলেন, 'ভেবেছি তোমার হয়তো তেমনটা মনে হয়েছে। কিন্তু যখন সেই এক কথা এসএস রাজামৌলি বললেন তখন আমি বুঝি যে আমি তাহলে সত্যি এই ছবিতে ওভারঅ্যাক্টিং করেছি নইলে সেটা রাজামৌলির মনে হতো না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে