শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১১:৪৯:২২

সে আমার ভালো থাকার জায়গা: আলিয়া ভাট

সে আমার ভালো থাকার জায়গা: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক: আস্ক মি এনিথিং সেশনে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিলেন আলিয়া। আর সেখানেই জানালেন তার বেটার হাফ রণবীরের সব থেকে ভালো জিনিস কোনটা। তিনি ইনস্টাগ্রামের স্টোরিজে ভক্তদের নানা বিষয়ে প্রশ্ন করার অনুমতি দেন।

এই আস্ক মি এনিথিং সেশনে এক ভক্ত আলিয়াকে জিজ্ঞেস করেন রণবীরের সব থেকে ভালো দিক কোনটা। উত্তরে অভিনেত্রী তাঁর এবং রণবীরের একটা ছবি শেয়ার করেন। সেখানে তাকে অভিনেতাকে জড়িয়ে তাঁর বুকে মাথা রেখে বসে থাকতে দেখা যাচ্ছে। 

আর রণবীর তার কপালে চুমু খাচ্ছেন। এই ছবিটা পোস্ট করে পর্দার রানি লেখেন, 'সে আমার ভালো থাকার জায়গা। ওর সামনে আমি আমার মতো করে থাকতে পারি। কোনও ভেক ধরতে হয় না, মেকি কিছু থাকে না।'

শুধু তাই নয়, অভিনেত্রী তার এক ভক্তের প্রশ্নের উত্তরে জানান রণবীর তার সব থেকে পছন্দের ফটোগ্রাফার। তিনিই নাকি অভিনেত্রীর সব ছবি তুলে দেন। যদিও সম্প্রতি একটি ভিডিয়োতে আলিয়া রণবীরকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আর সেটাই রীতিমত ভাইরাল হয়ে যায়। 

অভিনেত্রী একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিয়োতে বলেন রণবীর নাকি তাঁকে একদম লিপস্টিক পরতে দিতে চান না। তাঁর কথায়, 'লিপস্টিক পরলেই ও আমায় মুছে ফেলো মুছে ফেলো বলতে থাকে।' এটা শুনে বেজায় চটে যান নেটিজেনরা। অনেকেই বলেন এটা রেড ফ্ল্যাগ, আলিয়ার উচিত এই সম্পর্ক মুছে ফেলা, ইত্যাদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে