শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০৪:০২:৩৭

নতুন সিনেমার পোস্টারে ভক্তদের চমকে দিলেন কমল হাসান!

নতুন সিনেমার পোস্টারে ভক্তদের চমকে দিলেন কমল হাসান!

বিনোদন ডেস্ক: স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল ইন্ডিয়ান ২ ছবিতে কমল হাসানের নতুন পোস্টার। ওই পোস্টার প্রকাশ করে তাঁর ফ্যানদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শঙ্কর সন্মুগম। পোস্টারে কমল হাসানের মেকআপের প্রশংসা করেছে নেটপাড়া।

বরাবরও কমল হাসানের মেকআপ চমকে দেয় তার ফ্যানদের। এবার ইন্ডিয়ান ২ ছবির কমল হাসানকে দেখা যাচ্ছে খাকি ইউনিফর্মে। বুকে ভারতীয় জাতীয় পতাকাখচিত ব্যাজ। মাথায় টুপি। বয়সের ভারে মুখের চামড়ায় ভাঁজ পড়েছে। তারপরেও শক্তপোক্ত মুখ। চাহনি তীক্ষ্ম। পেছনে দেখা যাচ্ছে জাতীয় পতাকার রঙের বেলুন।

খুবই সাদামাটা অথচ নজরকাড়া ওই পোস্টারের প্রসংশা করেছেন নেটিজেনরা। এক ফ্যান লিখেছেন, দেশজুড়ে ফের এক ব্লক ব্লাস্টার আসছে। অন্য একজন লিখেছেন, একেবারে পারফেক্ট। খুব বড়কিছু আসতে চলেছে।

১৯৯৬ সালের ছবি ইন্ডিয়ান ছবির সিক্যুয়েল ইন্ডিয়ান ২। পরিচালনা করছেন শঙ্কর সন্মুগম। এই ছবিতেও 'সেনাপতি'-র ভূমিকায় কমল হাসান। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামা এক বৃদ্ধ স্বাধীনাতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করছেন কমল হাসান। ছবিতে রয়েছেন রকুলপ্রতী সিং, কাজল আগরওয়াল, নয়নতারা। কবে ছবিটি মুক্তি পাচ্ছে তা এখনও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে