শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০৫:০৫:৫৫

সিনেমার থেকে বেশি রাজনীতিতে গুরুত্ব দিয়েছি: সায়নী ঘোষ

সিনেমার থেকে বেশি রাজনীতিতে গুরুত্ব দিয়েছি: সায়নী ঘোষ

বিনোদন ডেস্ক: সায়নী ঘোষ, কমার্শিয়াল ছবির অভিনেত্রী হয়ে সিনেপাড়ায় পা রাখলেও, দিন দিন তিনি পরিণত হয়ে উঠেছেন ক্যামেরার সামনে। রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে যদিও পর্দায় উপস্থিতি কমেছে অনেকাংশেই।

তবে বর্তমানে বেছে বেছে কাজ করার পক্ষপাতী সায়নী। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটা সময় ছিল যখন বছরে আমার চৌদ্দটি ছবি মুক্তি পেয়েছিল, তবে কোনটিই মানদণ্ড হিসেবে তেমন পর্যায়ের ছবি নয়। এখন তিনি ছবি করছেন বেশ বাছাই করেন। 

অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়ের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন সায়নী। সম্প্রতিতে আবার ওটিটি প্লাটফর্মে রমরমিয়ে চলছে রাজ চক্রবর্তী পরিচালিত আবার প্রলয় সিরিজ। যেখানে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। 

সায়নী বর্তমানে পর্দায় এত কম কেন উপস্থিত হচ্ছেন? এ প্রশ্ন করতেই তিনি বলেন, “ছবি বিনোদনের জন্য, ভক্তদের জন্য, রাজনীতি রাজ্যের প্রতিটা মানুষের জন্য। তাই ছবি থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি রাজনীতিতে। তবে সময় সুযোগ পেলে ভাল চরিত্রের জন্য কাজ করতে অসুবিধে নেই আমার। 

সায়নী ঘোষের কথায়, এখন তার রাজনৈতিক পরিচিতির জন্য অনেক ক্ষেত্রে বিধি নিষেধ তৈরি হয়েছে, যা মেনে চলতে। কেমন চরিত্র, সেই চরিত্রের সংলাপ কেমন, কেমন দৃশ্য তিনি অভিনয় করছেন, এই সব কিছু পরিলক্ষিত করে তবে একটি চরিত্র গ্রহণ করতে পারেন তিনি।

যুবনেত্রী হিসেবে এ বিষয়ে সচেতন থাকাটা তার দায়িত্বের মধ্যে পরে বলেই যেদিন দাবি করেন সায়নী ঘোষ। সম্প্রতিতে ওটিটি সিরিজে তার কাজ দেখে সকলেই এক কথায় মুগ্ধ। সুন্দরবন অঞ্চলের এক ডাক্তারের ভূমিকা অভিনয় করেন তিনি।

যেখানে তার ভাই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত, ভাইকে বাঁচাতে মরিয়া সায়নী নিজেই একটা সময় এই চক্রের শিকার হয়। পরিবার ও সততা, ভাই ও ন্যায়নীতি, এই প্রতিটা লড়াই সায়নীর অভিনয়ে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখন দেখার আগামী কোন চরিত্রে আবারও দর্শকদের নজরকারের তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে