শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ০৬:০০:২৩

শাহরুখ ও করণ জোহরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অগ্নিহোত্রীর

শাহরুখ ও করণ জোহরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অগ্নিহোত্রীর

বিনোদন ডেস্ক: হিন্দি চলচ্চিত্রের মান ক্রমেই নিম্নগামী! মন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। অমিতাভ বচ্চনের ‘শাহেনশা’ মুক্তির পর থেকেই ধীরে ধীরে বলিউডের গল্প বলার ধরণ খেই হারিয়েছে বলে অভিযোগ তার। 

বিশেষত শাহরুখ খান ও করণ জোহরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অগ্নিহোত্রী। তারাই নাকি হিন্দি ইন্ডাস্ট্রিকে বিপথে নিয়ে গিয়েছে। ‘পাঠান’ তারকার ছবি নাকি ভারতীয় সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে। 

তিনি বলেন, ‘সুপারস্টার হিসাবে অমিতাভ বচ্চনের উত্থানের পর, দিওয়ারের বচ্চন নয়, শাহেনশার বচ্চন- হিন্দি সিনেমা কোনওদিন আর আসল গল্প বলেনি। বিশেষত শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা। এরা ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ধ্বংসাত্মক পথে নিয়ে গিয়েছে। আসল গল্প বলাটা খুব জরুরি’। 

বিবেকের এই কথা হজম হচ্ছে না নেটিজেনদের। বাদশা ভক্তরা রীতিমতো চটেছে এমন অভিযোগ শুনে। অনেকেই বিবেকের সঙ্গে তুলনা টেনেছেন কঙ্গনা রানাওয়াতের। বলিউড নিয়ে কঙ্গনার অভিযোগের শেষ নেই! এবার সেই তালিকায় সামিল বিবেকও। 

একজন নেটিজেন লেখেন-'এ তো পুরো লেডি কঙ্গনা রানাওয়াত'। অনেকেই আবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দেন বিবেককে। লেখেন- ‘নিজে তো প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, অন্যকে নিয়ে আবার বড়বড় মন্তব্য কীসের?’

পরিচালক করণ জোহরের অভিন্ন হৃদয় বন্ধু শাহরুখ খান। পরিচালক করণের ডেবিউ ছবির (কুছ কুছ হোতা হ্যায়) হিরো ছিলেন শাহরুখ। পরবর্তীতে ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি উপহার দিয়েছে এই জুটি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে