শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১১:৩৯:৪৭

অর্জুন-মালাইকার বিচ্ছেদ!

অর্জুন-মালাইকার বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক: সিনেমাপাড়ায় কখন যে কী ঘটে যায়, তা বলা কঠিন। এই ভাব, তো এই আড়ি। আবার কখনও কখনও তার উল্টোটাও ঘটে। বেশ কয়েক মাস আগে তাদের বিচ্ছেদের খবর পাওয়া গিয়েছিল। 

আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অর্জুন কাপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা। বেশ কয়েক মাস আগে শোনা গিয়েছিল, দুইজনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। বিস্তর জল্পনার পর মালাইকা এবং অর্জুন নিজেদের কথা বলতে বাধ্য হয়েছিলেন। 

জানিয়েছিলেন, সবটাই গুজব। তারা ভাল আছেন। আবারও আরবসাগর পারে নতুন জল্পনা শুরু। শোনা যাচ্ছে, এ বার সত্যিই নাকি বিচ্ছেদ হয়েছে তাদের। কিন্তু হঠাৎ কেন এই আলোচনা শুরু হল বলিপাড়ার অন্দরে?

সম্প্রতি নিত্যনতুন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অর্জুন। যেখানে দেখা যাচ্ছে, একা একাই ঘুরে বেড়াচ্ছেন নায়ক। কখনও উপভোগ করছেন বাহারি প্রাতরাশ। কখনও আবার সুইমিং পুলে স্নান করছেন। অর্জুনের নানা ধরনের ছবি দেখেই জল্পনা তুঙ্গে। 

অনেকে লিখেছেন, “মালাইকার সঙ্গে আপনার কি বিচ্ছেদ হয়ে গিয়েছে? তাই একা একা ছবি পোস্ট করছেন?” যদিও ক্যামেরার ওপারে কে ছিলেন, তা জানা যায়নি। আবার অন্য দিকে মালাইকাকেও দেখা গিয়েছে একা পার্টি করতে। গায়ক এ পি ধিলনের পার্টিতে একাই দেখা গিয়েছে অভিনেত্রীকে। ফলে জল্পনা আরও জোরদার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে