বিনোদন ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। এক সপ্তাহেই এই ছবি ছুঁয়েছে ২৫০ কোটির গন্ডি। এই ছবি নিয়ে শুধুমাত্র ভারতেই কথা হচ্ছে না, এই ছবি নিয়ে কথা হচ্ছে পাকিস্তানেও।
পাকিস্তানেও এই ছবি নিয়ে চলছে কথাবার্তা। সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়, যে ভিডিয়োটি এক নেটিজেন শ্যুট করেছেন পাকিস্তানের একটি বাজারে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরছে, সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক রিপোর্টার পাকিস্তানের একটি বাজারের কিছু আমজনতাকে গদর ২-এর ভিডিও দেখাচ্ছে ও সেই ভিডিও দেখিয়ে সানি দেওলের চরিত্রটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন করছেন।
দেখা যাচ্ছে, পাকিস্তানে গিয়ে সেখানকার মানুষদের তুমুল মারধর করছেন সানি দেওল ওরফে তারা সিং। সেই ভিডিও দেখে এক পাকিস্তানি বলছেন, ‘সানি দেওলকেও ধরে মারা উচিত কিন্তু কে এই হিম্মত করবে, বলুন।’
অন্য এক ব্যক্তির মুখে আবার শোনা গেল অন্য সুর। তিনি আবার সানিকে হুমকি দিতেও পিছপা হলেন না। এক পাকিস্তানি বললেন, ‘এটা তো সিনেমায় দেখাচ্ছে। একবার এখানে আসুক, তাহলে আমরা বোঝাবো। এখানে অর্থাৎ পাকিস্তানের ছোট ছোট বাচ্চারাও অনেক বাহাদুর’।
অন্য এক ব্যক্তি বলেই বসলেন, সানি এলে তিনি লড়তে রাজি। রিপোর্টার তাকে মনে করিয়ে দেন যে সানি দেওলের কিন্তু ‘ঢাই কিলো কা হাত’। তখন সেই ব্যক্তি আরও বলেন, ‘সে তো মিথ্যা কথা বলছে। এখানে এলে ঐ হাতে কিছু হবে না। মেকআপ করে সিক্স প্যাক বানিয়েছে। শেষ করে দেব। একবার পাঠাও ওকে।’ ভিডিও দেখুন...