শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ০৪:৪৬:২০

শাহরুখ ও সালমানকে না বলে দেন আমিশা!

শাহরুখ ও সালমানকে না বলে দেন আমিশা!

বিনোদন ডেস্ক: গদর ২ সিনেমার বাঁধভাঙা সাফল্যে উচ্ছ্বসিত গোটা টিম! দেশে বক্স অফিসে ছবির কালেকশন ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে মুক্তির ৮ নম্বর দিনে। স্বভাবতই খুশির চওড়া হাসি সানি দেওল, আমিশা প্যাটেলদের মুখে। 

‘কহো না প্যায়ার হ্যায়’-এর মতো ব্লকবাস্টার ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন আমিশা। এরপর সানি দেওল-এর গদর ছবির সাকিনা হিসাবে দর্শকের মন জেতেন তিনি। কিন্তু তারপর আস সেভাবে সাফল্যের মুখ দেখেননি আমিশা। এরপর একটা সময় বলিউড থেকে গায়েব হয়ে যান এই সুন্দরী। 

তবে গদর ২-এর হাত ধরে ধামাকেদার কামব্যাক করেছেন আমিশা। ২২ বছর পরেও দর্শক মনে সাকিনা আলাদা জায়গা ধরে রেখেছে। তা ফের প্রমাণিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা জানিয়েছেন কেরিয়ারের গোড়ার দিকে একাধিক সুপারস্টারের নায়িকা হওয়ার সুযোগ পেয়েও শেষমেশ সেই কাজ করতে পারেননি তিনি। 

শাহরুখ খানের ‘চলতে চলতে’, সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই এমবিবিএস’, সালমান খানের ‘তেরে নাম’ -এর মতো ছবির নায়িকা হওয়ার প্রস্তাব এসেছিল আমিশার কাছে। কিন্তু অফার ফেরান অভিনেত্রী। 

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক ছবি যেগুলো আমি করতে পারিনি, কারণ আমার ডেট নিয়ে সমস্যা হচ্ছিল। তাই আফসোস করার জায়গাও নেই। অন্য প্রোজেক্টের জন্য আমি চুক্তিবদ্ধ ছিলাম, তাই আমার কিছু করার ছিল না’। 

পরে সালমানের নায়িকা হওয়ার সুযোগ পেলেও এখনও পর্যন্ত শাহরুখের নায়িকা হওয়ার সুযোগ আর পাননি আমিশা। চলতে চলতে ছবির নায়িকা হিসাবে শুরুতে ঐশ্বর্যকে বেছেছিলেন শাহরুখ, পরে সালমান-ঐশ্বর্যর ব্রেকআপের পর কিছু না জানিয়েই ওই ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল অ্যাশকে। 

পরে সেই জায়গা নেন রানি মুখার্জী। অন্যদিকে মুন্নাভাই এমবিবিএস-এ সঞ্জয়ের নায়িকা হিসাবে দেখা মিলেছিল গ্রেসি সিং-এর। তবে শুধু এই ছবিই নয়, লাগান ছবিতেও আমিরের নায়িকা হিসাবে আমিশাকে রিপ্লেস করেছিলেন গ্রেসি। 

সেবার অবশ্য ডেট সমস্যা নয়, গ্রাম্য মেয়ের চরিত্রে খাপ খাবেন না আমিশা বলে মনে করেছিলেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। এদিকে, গদর ২- চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় দু-নম্বরে উঠে এসেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে