শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ০৭:৩৫:৪৪

অভিনেতার মৃত্যু, বিনোদন জগতে শোকের ছায়া

অভিনেতার মৃত্যু, বিনোদন জগতে শোকের ছায়া

বিনোদন ডেস্ক: মাত্র ২৫ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হিন্দি টেলিভিশন অভিনেতা পবন। ইদানিং অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হচ্ছেন বিনোদন জগতের একাধিক তারকা। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভক্তরা। দক্ষিণী অভিনেতা চিরঞ্জিবী সরজাও হার্ট অ্যাটাকের শিকার হন মাত্র ৩৫ বছর বয়সে।

সেই তালিকায় নাম উঠল তামিল অভিনেতা তথা হিন্দি টেলিভিশন অভিনেতা পবনের। জানা গেছে, শুক্রবার (১৮ই আগস্ট) ভোর ৫টার দিকে মুম্বাইয়ে নিজের বাড়িতেই আচমকা হৃদরোগের শিকার হন অভিনেতা। তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কর্নাটকের মাণ্ড্য জেলার বাড়িতে, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। 
কর্ণাটকের মাণ্ড্যর ছেলে পবন।

হরিহরণপুর গ্রামের বাসিন্দা। ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন তাকে তাড়া করে বেরিয়েছে,সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই মুম্বাইয়ে পা দিয়েছিলেন পবন। কিন্তু অকালেই সব শেষ। একাধিক হিন্দি টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন পবন।

তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পবনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মাণ্ড্যর বিধায়ক এইচটি মঞ্জু, প্রাক্তন মন্ত্রী কেসি নারায়ণা গোদা এবং প্রাক্তন এমএএল বি প্রকাশ। পবনের মৃত্যু বড় ক্ষতি, কারণ নিজের সম্প্রদায়ের মানুষদের উপর অল্প বয়সই প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিলেন পবন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে