মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১২:৩০:২৩

বলিউডে আসার আগে ক্যাটরিনার নাম কি ছিল?

বলিউডে আসার আগে ক্যাটরিনার নাম কি ছিল?

বিনোদন ডেস্ক : বলিউডে আসার আগে বেশ কয়েকজন অভিনেত্রী বদলে ফেলেছেন তাঁদের নাম। এই তালিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফও। জেনে নেওয়া যাক এই নায়িকাদের আসল নাম কী।

১) বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। লন্ডনে বড় হয়েছেন ক্যাটরিনা। তাঁর আসল নাম ক্যাটরিনা টারকোট। কিন্তু উচ্চারণে কঠিন বলে মায়ের পদবী কাইফ ব্যবহার করা শুরু করেন অভিনেত্রী।

২) অভিনেত্রী শিল্পা শেট্টির আসল নাম ছিল অশ্বিনী শেট্টি। শিল্পার মা পেশায় একজন্য জ্যোতিষী। কেরিয়ারে উন্নতির জন্য নিউমেরোলজি দেখে মেয়ের নাম বদলে রাখেন শিল্পা।

৩) ছবিতে আসার আগে প্রীতি জিন্টার নাম ছিল প্রীতম সিং জিন্টা। কিন্তু চলচ্চিত্র জগতে এসে নাম বদলে ফেলেন তিনি।

৪) অ্যাডাল্ট ছবির তারকা হিসেবেই তিনি বেশি পরিচিত সানি লিওন। কিন্তু এই পেশায় প্রবেশ করার আগে তাঁর নাম ছিল করনজিৎ কৌর।

৫) ছবিতে অভিনয় শুরুর আগে বোল্ড ছবির অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের নাম ছিল রিমা লাম্বা।

৬) বলিউডের অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী তব্বুর আসল নাম তাবাস্সুম ফাতিমা হাশমি।

৭) তেরে নাম ছবিতে সলমন খানের বিপরীতে প্রথম অভিনয়। চলচ্চিত্র দুনিয়ায় আসার আগে নাম বদলে ফেলেন ভূমিকা চাওলা আসল নাম ছিল রচনা চাওলা।

৮) বাহুবলী অভিনেত্রী অনুষ্কা শেট্টিরও একটি আসল নাম রয়েছে। তাঁর আসল নাম সুইটি শেট্টি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে