বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১২:১৬:০০

অভিনেত্রী চমকের পড়াশোনা কতটুকু? জানলে অবাক হবেন!

অভিনেত্রী চমকের পড়াশোনা কতটুকু? জানলে অবাক হবেন!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার জন্ম বরিশালে। তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। সাংস্কৃতিক পরিবারে ঢাকায় বেড়ে উঠেছেন তিনি। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন।

চমকের মা–বাবার ইচ্ছা ছিল মেয়ে ডাক্তার হবে। বাবা-মায়ের সেই সাধও পূরণ করেছেন তিনি। মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ (বর্তমান নাম কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ) থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে।

এরপর বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো বেশকিছু একক নাটক, ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক।

সম্প্রতি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চমক। তবে কোনো কাজের বদৌলতে নয়। শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠে তরুণ এই অভিনেত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, শুটিং সেটে পুলিশ ডেকেছিলেন তিনি। গত ৪ আগস্ট রাজধানীর উত্তরায় ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ শিরোনামের নাটকের শুটিং সেটে এ ঘটনা ঘটে। এরপরই প্রশ্ন উঠে, কে এই চমক?

এ নিয়ে নেট দুনিয়া থেকে শুরু করে নাটকপাড়ায় বেশ চর্চা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিনমাস নিষিদ্ধ করল নাটকপাড়ার অভিভাবক সংগঠন ডিরেক্টরস গিল্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার কার্যক্রম শুরু হয়ে পরবর্তী তিন মাস পর্যন্ত চলমান থাকবে। তবে এ নিয়ে চিন্তিত নন এই অভিনেত্রী।

এর আগেও এই অভিনেত্রী আলোচনায় আসেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে। সেসময় ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

তখন জানা যায়, ২০১৪ সালের নভেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চমক। তার স্বামীর নাম খান এইচ কবির। বিয়ে হওয়ার পর ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি চমকের স্বামী ফেসবুক পেজে ম্যারিড ইউথ চমক স্ট্যাটাস দেন। যা ভাইরাল হয় নেট দুনিয়ায়।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অনুষ্ঠানের শর্ত ছিল, প্রতিযোগী অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত, ডিভোর্স কেউই অংশ নিতে পারবেন না। সেই তথ্য গোপন করার অপরাধে জান্নাতুল নাঈম এভ্রিলের থেকে মুকুট ফিরিয়ে নেওয়া হয়েছিল। এরপর বিজয়ী ঘোষণা করা হয় জেসিয়া ইসলামকে।

কিন্তু দ্বিতীয় রানারআপ চমকের বিয়ের খবর ভাইরাল হলে পুরো আয়োজনটি নিয়েই স্বচ্ছতার অভিযোগ তুলে সবাই। পাশাপাশি নিয়ম না মেনে প্রতিযোগিতায় অংশ নেওয়া চমককে তৃতীয় স্থান দেওয়া নিয়েও হয় সমালোচনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে