বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ০৫:২২:১৬

ঝড় তুলে মাত্র ১২ দিনেই এই রেকর্ড গড়ল ‘গাদার ২’

ঝড় তুলে মাত্র ১২ দিনেই এই রেকর্ড গড়ল ‘গাদার ২’

বিনোদন ডেস্ক : ভারতে ঝড় তুলেছে সানি দেওলের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘গাদার ২’। প্রত্যাশা অনুযায়ী সিনেমাটি ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। ঐতিহাসিক সপ্তাহ পার করে দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসের শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। পার করে ফেলেছে ৪০০ কোটির ল্যান্ডমার্ক।

পাঠানের পর বছরে দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে ৪০০ কোটি আয়ের পাশাপাশি ‘গাদার ২’ ভেঙে দিয়েছে আমির খানের এতদিন ধরে রাখা রেকর্ড। হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ডে এবার আমিরের ক্যারিয়ার সেরা ‘দঙ্গল’-এর রেকর্ড ভেঙে ফেলল ‘গাদার ২’।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘গাদার ২ অপ্রতিরোধ্য। থামার নাম নেই দ্বিতীয় সোমবারেও।

টপকে গেল ‘দঙ্গল’-এর আয়কে। সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমা হিসেবে এটি এখন চতুর্থ। দ্বিতীয় সপ্তাহের আয়, শুক্রবার ২০.৫০ কোটি, শনিবার ৩১.০৭ কোটি, রবিবার ৩৮.৯০ কোটি, সোমবার ১৩.৫০ কোটি। মোট আয় ৩৮৮.৬০ কোটি।

দঙ্গলের রেকর্ড ভাঙার পরেরদিন অর্থাৎ মঙ্গলবার প্রাথমিক রিপোর্ট অনুসারে সিনেমাটি আয় করেছে ১১.৫০ কোটি। যার মাধ্যমে ৪০০ কোটির ঘরে প্রবেশ করেছে সানি দেওলের ব্লকবাস্টার ফিল্মটি। মাত্র ১২ দিনে এই রেকর্ড গড়ল ‘গাদার ২’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫২২ কোটি রুপি।

এখন পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় প্রথমেই রয়েছে শাহরুখ খানের পাঠান।

যা আয় করেছিল ৫২৪.৬২ কোটি। এরপর ‘বাহুবলী ২’ (হিন্দি) ৫১০.৯৯ কোটি, ‘কেজিএফ ২’ (হিন্দি) ৪৩৪.৭০ কোটি, ‘গাদার ২’ ৪০০.১০ কোটি ও ‘দঙ্গল’ ৩৮৭.৩৮ কোটি।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি। 

ভারত-পাকিস্তানের দা'ঙ্গা ও দা'ঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-তেও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন। সূত্র : স্যাকনিল্ক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে