বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ১১:৩৯:২৮

আমেরিকা ও কানাডার ১৫০–এর বেশি থিয়েটারে একযোগে ‘এমআর–৯’

আমেরিকা ও কানাডার ১৫০–এর বেশি থিয়েটারে একযোগে ‘এমআর–৯’

বিনোদন ডেস্ক : আগামী ২৫ আগস্ট সারাদেশে মুক্তি পাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘এমআর নাইন’। মাল্টিপ্লেক্সে ছবিটি দেখা যাবে ইংরেজি সংস্করণে! এছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে আসছে আলোচিত চরিত্র মাসুদ রানা অবলম্বনে নির্মিত ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ৮৩ কোটি টাকা ব্যয়ে ‘এমআর–৯: ডু অর ডাই’ তৈরি হয়েছে।
দেশের বাইরের খবরটি জানিয়েছে ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’–এর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব। তিনি জানান, আমাদের সিনেমাটি আমেরিকা ও কানাডার ১৫০–এর বেশি থিয়েটারে একযোগে চলছে, এ অবিশ্বাস্য ঘটনা এখন বাস্তব।

এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে গতকাল (২২ আগস্ট) ঢাকার একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, ‘এমআর–৯: ডু অর ডাই’–এর ইংরেজি ভার্সন সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে।

তার ভাষ্য, ‌‘বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্পতিবারের মধ্যে সেন্সর পায়, তবে এ সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনেও চলবে। নইলে পরের সপ্তাহ থেকে চলবে।’ প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানার ‘ধ্বংস পাহাড়’ গল্পের ছায়া অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে।

ছবিটির চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা। তিনি বলেন, ‘এই স্ক্রিপ্ট ২০ বার ড্রাফট হওয়ার পরে নিজে থেকেই কাজী আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেছিলাম। পুরোটা শোনার সময় তিনি কোনো এক্সপ্রেশন দেননি। পরে তিনি তাঁর সেবা প্রকাশনীর লোকদের ডেকে জানান, এর চেয়ে ভালো স্ক্রিপ্ট হতে পারত না। সুতরাং তিনি এই স্ক্রিপ্টের বিষয়ে অবগত কি না, এতে কোনো সন্দেহ নেই। তাঁর সম্মতি নিয়ে করা। তিনি আমাদের পাশে না থাকলেও তাঁর স্মৃতি থাকবে।’

‘এমআর–৯: ডু অর ডাই’ পরিচালনা করেছেন আসিফ আকবর। ছবিতে আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন—ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস, আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে