বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১০:৪৪:২২

ঢাই কিলোর হাতের সামনে সংকটে পাঠান-বাহুবলীর রেকর্ড!

ঢাই কিলোর হাতের সামনে সংকটে পাঠান-বাহুবলীর রেকর্ড!

বিনোদন ডেস্ক: প্রত্যাশা মতোই মঙ্গলবার দেশের বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলল ‘গদর ২’। প্রতিদিনই নতুন রেকর্ড সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত এই ছবি ঝুলিতে। ২২ বছর পরেও একফোঁটা ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথার ম্যাজিক তার প্রমাণ মিলেছে। 

বর্তমানে ৪০০ কোটির ক্লাবে কেজিএফ টু-এর (হিন্দি ভার্সন) পাশে থাকা একমাত্র হিন্দি ছবি গদর ২।  তার আগে রয়েছে ৫০০ কোটির ক্লাবে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে অতি সহজেই ৫০০ কোটির ক্লাবের তৃতীয় ছবি হিসাবে নাম লেখাবে গদর ২।

দ্বিতীয় সপ্তাহেও গদর ২-এর বিজয়রথ অব্যাহত। যে কারনামা দেশের বক্স অফিসে করে দেখাতে পারেননি সলমন-আমিররা, তা তুড়ি মেরে পূরণ করলেন সানি দেওল। গদর-এর পর বক্স অফিসে সানির নামে পাশে ব্লকবাস্টার শব্দ বসেনি, ২২ বছরের ব্যর্থতা ঢেকে দিল গদর-২। 

মাত্র তিন দিনে ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছিল এই ছবি। পরের একশো কোটি কামাতে মাত্র দু-দিন সময় লেগেছিল এই ছবির। অষ্টম দিনে ৩০০ কোটির ক্লাবে নাম লেখানোর পর এবার ৪০০ কোটির গণ্ডি পার করল এই ছবি।

গদর ২-এর এই নতুন মাইলস্টোনের কথা টুইট করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন- ‘বাহুবলী ২ এবং পাঠানকে চ্যালেঞ্জ জানাচ্ছে গদর ২…. সকলকে চমকে দিয়েছে এই ছবি… ৪০০ কোটির গণ্ডি পার করবার পর এই ছবি নিঃসন্দেহে ৫০০ কোটির ক্লাবে নাম লেখাবে আমি আত্মবিশ্বাসী।’

বর্তমানে দেশের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি পাঠান। বলিউড হাঙ্গামার বক্স অফিস রিপোর্টানুসারে শাহরুখ-দীপিকা-জনের এই ছবির কালেকশন ৫৪৩.০৫ কোটি টাকা। এরপর বাহুবলী ২ (হিন্দি) ৫১০.৯৯ কোটি টাকা।

দেশের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছেন রকি ভাইও। কেজিএফ চ্যাপ্টার ২-এর হিন্দি ভার্সনের মোট আয় ৪৩৪.৭০ কোটি টাকা। এই সপ্তাহেই সেই রেকর্ড ভেঙে দেবেন সানি দেওল, আশা তেমনটাই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে