বিনোদন ডেস্ক: গত বছরই রাখি সাওয়ান্ত বিয়ে করেন আদিল খান দুরানিকে। মুসলিম মতে বিয়ে হয় তাঁদের। সে ছবি-ভিডিয়ো আগেই অন্তর্জালে শেয়ার করে নিয়েছিলেন এই কনট্রোভার্সি কুইন। এরপর গত বছরের শেষের দিকে মারা যায় রাখির মা।
আর মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই রাখির গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন আদিল। অভিযোগ, পালটা অভিযোগের বন্যা। রাখি দাবি করেন, তার ন'গ্ন ভিডিও করতেন আদিল। আর প্রথম দিকে তা জানতেন না রাখি। তার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় বিক্রির জন্য পোস্ট করেন আদিল। যাতে ৪৭ লাখ ভিউজও হয়।
রাখি বলেন, ‘আমি বাথরুমে স্নান করছি। আর আদিল ভিডিও করছে। এরকম একাধিক ফুটেজ আছে। যেখানে আমার পুরো শরীর ন'গ্ন দেখা যাচ্ছে। আমি তাও চুপ ছিলাম। আমি ওর বউ। আর ও আমাকেই ধ'র্ষ'ণ করত। ভায়াগ্রা খেয়ে ঘণ্টার পর ঘণ্টা চলত অত্যাচার। সামনে পিছন থেকে যৌ'ন সম্পর্ক স্থাপন করত।’
রাখি আরও বলেন, 'আমি বাধ্য হয়ে চুপ ছিলাম। আমার ভিডিয়ো ভাইরাল হয়ে গেলে কী কতাম। বিষ খেয়ে নিতাম, আত্মহত্যা করতাম? কী করতাম। কোন সমাজে থাকতাম! আপনারাই বলুন আমার কী করা উচিত ছিল।'
এদিকে জেল থেকে বেরিয়ে আদিলের অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, রাখিকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন আদিল জেলের বাইরে এসে। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন আদিল।