বিনোদন ডেস্ক: অস্কার এসেছে তার মুঠোয়। ভারতীয় সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। তার সাফল্যের তালিকা বলে শেষ করা যাবে না। তিনি এ আর রহমান। এ হেন রহমানকেই সালমান খান বললেন ‘অ্যাভারেজ’! যার মানে দাঁড়ায় ‘গড়পড়তা’।
একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন সালমান খান ও রহমান। হঠাৎ করেই রহমানকে বলে ওঠেন, “রহমান একজন অ্যাভারেজ আর্টিস্ট।” সঙ্গে সঙ্গে বদলে যায় রহমানের মুখের অভিব্যক্তি। সালমান হাসতে শুরু করেন।
এর পরেই রহমানের হাত ধরার চেষ্টা করেন। রহমানের দুই হাত পকেটে ছিল। সালমান হাত বাড়িয়ে দিলেও তাঁকে হাত বাড়াতে দেখা যায়নি। কিন্তু সালমানও ছাড়ার পাত্র নয়। জ্যাকেটের ভিতর থেকে রহমানের হাতটা কার্যত জোর করেই নিজে বের করে নিয়ে আসেন তিনি। এখানেই শেষ নয়, রহমানকে জিজ্ঞাসা করেন, “আমার জন্য কবে গান গাইবে?”
রহমান উত্তর দেন না, চুপ করে থাকেন। ঘটনার রেশের ইতি হয়নি। এর পর এক সাংবাদিক সম্মেলনে রহমানকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন সালমানের জন্য তিনি কবে গান গাইবেন? রহমান বলেন, “আমি যেরকম ছবি পছন্দ করি সে রকম ছবি ওকে (সালমান) আগে করতে হবে। তখনই ওর সঙ্গে কাজ করতে পারব।”
যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটি ২০১৪ সালের। অপমানিত হয়েছিলেন রহমান। পাল্টা মুখও খুলেছিলেন তিনি। চুপ করে থাকেননি। সে কারণেই কি বলিউডে কাজ কমতে শুরু করে তার? ২০২০ সালে এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রহমান। তিনি দাবি করেন তার বিরুদ্ধে বলিউডে নেতিবাচক গুঞ্জন ছড়ানো হচ্ছে। আর সেই কারণেই তিনি আর কাজ পাচ্ছেন না। যদিও কারও নাম করে অভিযোগ করেননি তিনি।