বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ০৫:৪২:৪৫

আনন্দে ভাসছে পুরো বলিউড!

আনন্দে ভাসছে পুরো বলিউড!

বিনোদন ডেস্ক : নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অবতরণ করে এটি। এ নিয়ে গর্বিত পুরো ভারতবাসী।

আনন্দে ভাসছেন বলিউড তারকারাও। শাহরুখ থেকে আনুশকা-করণরা প্রকাশ করেছেন তাদের উচ্ছ্বাস। অনিল কাপুর, করণ জোহর, ভিকি কৌশল, কারিনা কাপুর খান, আল্লু অর্জুন, সারা আলি খান, কার্তিক আরিয়ান, ভূমি পেডুনেকর, শিল্পা শেঠিসহ তারকারা অভিনন্দন জানিয়েছেন।

ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ‘ইয়েস বস’-এর গানের দু-কলি শেয়ার করে লেখেন- আজ ইন্ডিয়া আর ইসরোর গোটা বিশ্বে জয়জয়কার। সব বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। পুরো টিম আমাদের দেশকে গর্বিত করেছে। 

আলিয়া ভাট চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের ছবি শেয়ার করে লেখেন- বাকিটা ইতিহাস…। অক্ষয় কুমার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন- কোটি কোটি ভারতবাসী ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। চাঁদের মাটিতে ভারত, ভারতের চাঁদ জয়। 

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। মাত্র ৫১৫ কোটি টাকা খরচে সফল হলো এই অভিযান, যা এক বিরল কীর্তি। কিভাবে এটা সম্ভব করলেন, এ নিয়ে মুখ খুলতে নারাজ ইসরো চিফ এস সোমনাথ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে