শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১১:১১:৫৩

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক: ২৪ আগস্ট ৬৯ তম জাতীয় ফিল্ম পুরস্কারের বিজেতাদের নাম ঘোষণা করা হল। দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টার থেকে এদিন এই তালিকা ঘোষণা করা হয়। এবার আর মাধবনের রকেটরি- দ্য নাম্বি এফেক্ট ছবিটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার পেয়েছে। 

অন্যদিকে সেরা হিন্দি ফিচার ফিল্মের খেতাব যেতে সুজিত সরকার পরিচালিত সর্দার উধম। এই ছবিতে মুখ্য ভূমিকায় ভিকি কৌশলকে দেখা গিয়েছিল। এত বড় একটা সম্মান পাওয়ার পর সুজিত জনান তিনি আপাতত সপ্তম আকাশে ভাসছেন। এই খেতাবের জন্য তিনি জুরি সদস্যদের ধন্যবাদ জানান তার ছবিকে পুরস্কৃত করার জন্য।

জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার দৌড়ে সকলে পিছনে ফেললেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। আরআরআর-এর দুই তারকা জুনিয়র এনটিআর এবং রামচরণকে পিছনে ফেলেছেন এই দক্ষিণী তারকা। প্রথম তেলুগু অভিনেতা হিসাবে জাতীয় মঞ্চে সেরা অভিনেতার সম্মান, আবেগে ভাসলেন তারকা।

‘পুষ্পা’ টিমের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন এই রাফ অ্যান্ড টাফ হিরো। পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে দেখা গেল তাঁকে। ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিস চমক দেখিয়েছে। আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানান জুনিয়র এনটিআর। 

জাতীয় মঞ্চে সেরা অভিনেত্রীর দৌড়ে এবার হার মানতে হয়েছে ‘থালাইভি’ কঙ্গনাকে। ‘গঙ্গুবাই’ আলিয়ার সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন কৃতি শ্যানন। লক্ষ্মণ উতরেকরের মিমি ছবির জন্য এই সম্মান পেয়েছেন অভিনেত্রী। 

পরিচালক আর মাধবনের প্রথম ছবি ‘রকেট্রি: দ্য নম্বি ইফেক্ট’। এই ছবির জন্য সর্বস্ব উজার করে দিয়েছেন অভিনেতা, বিক্রি করেছেন বাড়িও। এদিন জাতীয় পুরস্কার জয়ের পর স্বস্তির হাসি তার মুখে।

ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও এরোস্পেস ইঞ্জিনিয়ার নম্বি নারায়ণনের সাফল্যের পাশাপাশি তার উপর চরবৃত্তির অভিযোগের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। নাম ভূমিকায় স্বয়ং মাধবন। পুরস্কার জিতে বাবা-মা ও নম্বি নারায়ণনকে সেটি উৎসর্গ করলেন মাধবন।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিই এবার জিতে নিল ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান। তাও আবার জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে। আর ছবির এই সাফল্যে প্রতিক্রিয়া জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেক জানালেন, ছবির এই সাফল্যে তিনি ভীষণ গর্বিত। বর্তমানে রয়েছেন আমেরিকায়। সেখান থেকেই মিডিয়ায় ভাগ করে নিলেন নিজের আনন্দবার্তা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে