শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১২:২৪:২৫

বাংলা সিরিয়াল নিয়ে রসিকতা করলেন মমতা

বাংলা সিরিয়াল নিয়ে রসিকতা করলেন মমতা

বিনোদন ডেস্ক: প্রতিটি ধারাবাহিকের নাম মুখস্থ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। ‘অনুরাগের ছোঁয়া’ থেকে শুরু করে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের প্লট সবটাই জানেন তিনি। শুধু কি তাই? হালফিলে ধারাবাহিকে তিন-চারটে বিয়ে, বিচ্ছেদ। অনুরাগ সব কিছুই ঠোঁটস্থ তার। 

বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডস ২০২৩-এর আয়োজন করা হয়। বাংলা ধারাবাহিকে ভাল কাজ করছেন যারা তাদেরকেই এই সম্মাননা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানেই হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু হাজির যে ছিলেন তা নয়, ধারাবাহিকের নাম ধরে ধরে রসিকতা করলেন মমতা।

এদিন তিনি বলেন, “একদিন আমি সিরিয়াল না দেখতে পারলে নিজে নিজে ভাবি পরের দিন কী দেখাবেন। কারণ আমি জানি আপনারা কী দেখাবেন। একটা জিনিস তো আপনাদের থাকেই, একজনের তিন বার বিয়ে হচ্ছে, একটা কূটকচালি থাকবেই। আর যদি কেউ সিরিয়াল ছেড়ে দেন, তাকে আপনারা মেরে দেন, এসব আমি বুঝি। আমি সবই বুঝতে পারি।”

এখানেই শেষ নয়, নির্মাতাদের কাছে এক প্রস্তাবও রাখেন তিনি। খারাপ জিনিস লোকে তাড়াতাড়ি গ্রহণ করে, তাই অপরাধমূলক দৃশ্যের পর যদি শাস্তির ব্যাপারটাও দেখানো হয় ধারাবাহিকে তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তাই প্রতিটি ধারাবাহিকেই যেন সেটির উল্লেখ থাকে, আর্জি জানিয়েছেন তিনি। 

বেশ কিছু ধারাবাহিকে নাম উল্লেখ করে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, ‘জগদ্ধাত্রী’, ‘নিম ফুলের মধু’ ইত্যাদি। একই সঙ্গে তিনি প্রশংসা করেন সব্যসাচী চৌধুরীরও। ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের প্লট তাঁর পছন্দের, জানিয়েছেন তিনি। এদিন ওই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন দিব্যজ্যোতি দত্ত। অন্যদিকে সেরা অভিনেত্রী নন অঙ্কিতা মল্লিক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে