শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ০৩:১৯:১১

স্নাতকে পড়াশোনা করা তুলতুলের সঙ্গে হাবু’র বিয়ে

স্নাতকে পড়াশোনা করা তুলতুলের সঙ্গে হাবু’র বিয়ে

বিনোদন ডেস্ক : চাষী আলম, অনেকে তাকে ডাকেন ‌’হাবু’ নামে। কারণটা ‌’ব্যাচেলর পয়েন্ট’ নাটক। আজ (২৫ আগস্ট) হচ্ছে এ অভিনেতার বিয়ে। কনের নাম তুলতুল। তিনি ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন।

গতকাল ঘরোয়া আয়োজনে হয়েছে চাষীর গায়েহলুদের আসরটি। আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন এ আয়োজনে।

৫৬ বছর বয়সী চাষী বললেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাঁদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠান চাষীর বাড়িতে হয়েছে। গুলশানের একটি ভেন্যুতে হবে বিয়ের আয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে