বিনোদন ডেস্ক : হালের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে মিডিয়ায় চলছে তোলপাড়। তার অতীত জীবনের কিছু রসালো খবরা খবর নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলচে এই অালোচনা। তবে পরীমণিকে নিয়ে মিডিয়ার এই আলোচনা দেখে লাক্স তারকা প্রসূন আজাদ আজ তার ফেসবুক পেইজে এই নিয়ে মন্তব্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাসটি এমটিনিউজ২৪-এর পাঠকদের জন্য হুবহু তুলেধরা হলো:
‘আমাদের বরং তাকে সাহস দেয়া উচিত ভাল কাজ করবার জন্য। সে ছবিগুলো দেখে ইন্ড্রাসটির মেয়েরা যে হারে নাক কুচকাচ্ছে তাতে বরং তাদেরই লজ্জা হউয়া উচিত। দেখো, শেখো , শেখো মেয়েটি কি সুন্দর করে নিজেকে এই শহুরে পরিবেশে মানিয়ে নিয়েছে। সিনেমায় যখন সে নাচে, তখন হল ভর্তি মানুষ থাকে, তারা শিষ বাজায়। খুশি মনে বাড়ি ফেরে। দর্শক তার প্রাক্তন প্রেমিক (নিউজে তেমনি দেখলাম) কে সেটা চিনতে চায়নি, ওই শিষ তার গ্রামের প্রেমিক/স্বামীর জন্য নয়. সিনেমা হিট হয়, দর্শক তালি দেয় এসবের জন্য তার নিজের পরিশ্রম রয়েছে। দর্শক তালি দেয় পরীমণির অভিনয় দেখে, পরীমণির জন্য। কোনো প্রাক্তন এমনটা করার চেষ্টা করলে তাকে একজন মেরুদণ্ডহীন পুরুষ বলা উচিত। যিনি ফেমাস হবার জন্য পরীমণির ছবিগুলো ব্যবহার করেছেন।
go girl...’ এই লেখাটির পরে তিনি একটি লাভ চিহ্নও পোস্ট করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলােতে পরীমণির অতীত জীবনের বেশ কিছু ছবিও বিয়ের কাবিন নামা প্রকাশ করা হয়েছে। এতে পরীমনিরকে বিবাহিত বলে দাবি করে দুটি পক্ষ। এবং তার দুজন স্বামীর হদিস পাওয়া যায় তার মাধ্যমে। তবে বরাবরই এই বিষয়গুলো ভিত্তিহীন, সাজানো নাটক এবং তার সফলতা দেখে একটি গোষ্ঠি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে বরেও পরীমণির বরাত দিয়ে গনমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছে।
২ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই