বিনোদন ডেস্ক: আপাতত চর্চায় আছে জাতীয় পুরস্কার। বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় পুরস্কারের। বিজেতার তালিকা দীর্ঘ। তবে তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান আর বিদ্যা বালনের একটি ভিডিও। যা এক অ্যাওয়ার্ড শো-র।
যেখানে সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছিলেন বিদ্যা, কেরিয়ারের কটা অ্যাওয়ার্ড কিং খান টাকা দিয়ে কিনেছেন। কয়েক বছর আগে এই অ্যাওয়ার্ড শো-তে এসে শাহরুখ নিজের মুখেই জানিয়েছিলেন তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। আইফা ২০১৩-র ঘটনা সেটি।
শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাদশা নিজেই। সেই সময় দর্শকাসনে বসে থাকা বিদ্যাকে তিনি প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড বিদ্যা পেয়েছেন। যাতে কাহানি অভিনেত্রী জবাব দেন ৪৭। যা শুনে হেসে উঠে আইফার সেই বছরের সহ-সঞ্চালক শাহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কটা অ্যাওয়ার্ড জিতেছেন।
এরপর বাজিগর অভিনেতার জবাব ছিল, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ আর তাতে বিদ্যা ঘুরিয়ে শাহরুখকে প্রশ্ন করেন, ‘এর মধ্যে কতগুলো টাকা দিয়ে কিনেছেন?’ যাতে শাহরুখের থেকে জবাব আসে, ‘ওই দেড়শোটা মতো’।
বিদ্যাকে শেষ দেখা গিয়েছে নিয়ত ছবিতে। যা তার বড় পর্দায় প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছিল। এই সিনেমা দিয়েই ৪ বছর পর হলে আসেন বিদ্যা। এই ছবির প্রচারের সময় বিদ্যাকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি সুযোগ পেলে গোয়েন্দা হিসেবে কী তদন্ত করবেন।
যাতে হাস্যকর প্রতিক্রিয়া অভিনেত্রী ‘গুডটাইমস’কে জবাব দেন যে, তিনি শাহরুখ খানকে জিজ্ঞাসা করতে চান তার প্রিয় অভিনেত্রী কে! প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিদ্যা ও শাহরুখকে কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি।