শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ০১:০৭:০০

শাহরুখ নাকি সালমান? মুখ খুললেন সুস্মিতা সেন

শাহরুখ নাকি সালমান? মুখ খুললেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক: শাহরুখ খান এবং সালমান খান, বলিউডের এই দুই সুপারস্টারের সঙ্গেই একসময় চুটিয়ে কাজ করেছেন সুস্মিতা সেন। তবে শাহরুখ নাকি সালমান, কার সঙ্গে রসায়ন বেশি ভালো সুস্মিতার? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সুস্মিতা।

সুস্মিতার কথায়, ‘সুস্মিতার কথায়, শাহরুখ এবং সালমান, এদের দুজনের সঙ্গেই আমার রসায়নটা ভিন্ন।' মজা করে সুস্মিতা বলেন ‘আমিই তো এদের একজনকে রসায়ন বিষয়টা শিখিয়েছি (হাসি)’। সুস্মিতার কথায়, সালমানের সঙ্গে আমার রসায়নটা বন্ধুত্বপূর্ণ, দেখা হলে খানিকটা গুন্ডাগিরি করি দুইজনে। আর শাহরুখ এবং আমি রোম্যান্স করছি।’ 

শাহরুখ নাকি সালমান, কার সঙ্গে কাজ করতে চান? প্রশ্নে সুস্মিতা জানান, দুজনেই সঙ্গে, এখানে বেছে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। শুধু এই কথাই নয় সাক্ষাৎকারে র‍্যাপিড-ফায়ার রাউন্ডে নানান কথা শেয়ার করেন সুস্মিতা। তিনি ঠিক কেমন? এককথায় তাঁকে বলতে বলা হলে সুস্মিতা জানান, তিনি ভালো মানুষ। 

শেষ কবে কেঁদেছিলেন? এই প্রশ্নে সুস্মিতা জানান, কিছুদিন আগেই এক রাতে, তালি-র শেষপর্ব দেখে। শেষ কবে মিথ্যা বলেছিলেন, এমন প্রশ্নে সুস্মিতার জবাব ছিল, ৩ বছর আগে আমার মেয়েকেই মিথ্যা বলি, কারণ একটা বিষয়ে ও বায়না ধরেছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে