বিনোদন ডেস্ক: বলিউডে আসা মাত্রই সেলিম খানের পুত্রবধূ হয়ে ওঠেন মালাইকা অরোরা। ১৯৯৮ সালে মাত্র ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। এরপর দীর্ঘ ১৮ বছরের সংসার জীবন। তার এক সন্তানও রয়েছে। তবে সেই সম্পর্কে ছন্দপতন ঘটে সাল ২০১৬ সালে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টানেন আরবাজ় ও মালাইকা।
সেই ঘটনার দুই বছরের মধ্যেই নতুন করে প্রেম খুঁজে নেন বলিউড তারকা অর্জুন কাপুরের মধ্যে। ১২ বছরের ছোট এই তারকার সঙ্গে রোমান্সে মত্ত হয়ে ওঠেন বলিউডের গ্ল্যাম ডিভা মালাইকা অরোরা। ধীরে ধীরে টিনসেল নগরীর ওপেন সিক্রেট হয়ে ওঠে তাদের সম্পর্ক। এরপর ২০১৯ সালে তো তাদের সম্পর্কের কথা খোলাখুলিই জানিয়েছিলেন এই চর্চিত জুটি।
বেশ অনেকবছর ধরেই লিভ ইনে থাকছিলেন তারা। তবে এবার শোন যাচ্ছে সেই সম্পর্কেও নাকি ভাঙন ধরেছে। আর তার আভাস পাওয়া যাচ্ছে সমাজমাধ্যমের পাতায়। এতদিন ধরে ফিসফাস গুঞ্জন চললেও এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন মালাইকা নিজেই। সম্প্রতি ইনস্টাগ্রামে অর্জুনের সমস্ত পরিবারকে আনফলো করেছেন তিনি।
উল্লেখ্য, শ্রীদেবীর মৃত্যুর পর বাবা বনি কাপূর ও দুই বোন জাহ্নবী কাপূর ও খুশি কাপূরের সঙ্গে বেশ ভালোরকম সময় কাটাতে শুরু করেছিলেন অর্জুন। সেই সুবাদে মালাইকার সাথেও তাদের সম্পর্কের উন্নতি হতে থাকে। ইনস্টাগ্রামে অর্জুন কাপুরের গোটা পরিবারের সঙ্গেই যোগাযোগ রাখছিলেন মালাইকা।
তবে সম্প্রতি তাদের সকলকেই আনফলো করেছেন মালাইকা। এবং তারপরেই বেশ ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন তিনি। সেই স্টোরিতে লেখা ছিল, ‘‘সাহসের সঙ্গে নিজের জীবন যাপন করতে হবে। অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস রাখতে হবে। যাদের পাশে থাকার, তারা তোমার পাশেই থাকবে।”