বিনোদন ডেস্ক: প্রবীণ বলিউড গীতিকার দেব কোহলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি ভর্তি ছিলেন মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। তবে চিকিৎসা ভাল ভাবে চললেও চিকিৎসকেরা তার সেরে ওঠার বিষয়ে বিশেষ ভাবে আশাবাদী ছিলেন না।
শনিবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গীতিকার। জানা গেছে, দুপুরে মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় দেবের নিজস্ব বাসভবনে নিয়ে আসা হবে তার মরদেহ। সেখানেই শায়িত রাখা হবে যাতে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারেন। সন্ধ্যা ৬টায় যোগেশ্বরী পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দেব কোহলি ১০০টিরও বেশি হিট সিনেমার জন্য গান লিখেছেন যার মধ্যে কালজয়ী সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘জুড়ুয়া ২’, ‘মুসাফির’, ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘ট্যাক্সি নম্বর ৯১১’ অন্যতম। তিনি অনু মালিক, রাম লক্ষ্মণ, আনন্দ রাজ আনন্দের মতো সঙ্গীত পরিচালকদের সঙ্গে উপহার দিয়েছেন একাধিক হিট গান।
দেব কোহলির জন্ম অধুনা পাকিস্তানের রয়ালপিণ্ডিতে। মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৮ সালে বাবাকে হারান। মাত্র ২২ বছরে কাজ খোঁজার তাগিদে চলে আসেন মুম্বাইয়ে। ১৯৬৯ সালে মেলে প্রথম গান লেখার সুযোগ।সিনেমার নাম ছিল গুণ্ডা। এরপর একের পর এক কাজ সফলভাবে করে গেছেন। সেই সুরেলা সফর শেষ হয়ে গেল ২৬ আগস্ট শনিবারে। দুইদিন আগেই মারা যান সিনেমার জগতের খ্যাতনামা অভিনেত্রী সীমা দেও। তারপর ফের নক্ষত্রপতনে শোকস্তবদ্ধ বলিউড। সূত্র : হিন্দুস্তান টাইমস