বিনোদন ডেস্ক: ৬৫ বছরের সানির ঢাই কিলো-র হাতের ম্যাজিকে ভর দিয়েই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে গদর-২। তৃতীয় শনিবারে লাফিয়ে বাড়ল গদর ২-এর আয়। রকি ভাইয়ের রেকর্ড ভেঙে দিলেন সানি দেওল।
প্রাথমিক রিপোর্ট বলছে মুক্তির ১৬তম দিনে দেশের বক্স অফিসে ১২.৫০ কোটি টাকা আয় করেছে গদর-২। অর্থাৎ এখনও পর্যন্ত এই ছবির মোট আয় ৪৩৮.৭০ কোটি টাকা। কেজিএফ চ্যাপ্টার ২- হিন্দি ভার্সনের মোট আয় ৪৩৪.৭০ কোটি টাকা।
সেই মাইলস্টোন পার করে দিল গদর ২। রবিবার গদর ২-এর কালেকশনের অঙ্কটা আরও খানিকটা বাড়বে। বিশেষজ্ঞদের ধারণা হিন্দি ছবির ইতিহাসের তিন নম্বর ছবি হিসাবে রবিবারই ৪৫০ কোটির গণ্ডি পার করবে এই ছবি।
এই মুহূর্তে আয়ের নিরিখে গদর ২-এর আগে রয়েছে ৫০০ কোটির ক্লাবে থাকা শাহরুখ খানের ‘পাঠান’ এবং প্রভাসের ‘বাহুবলী ২’ (হিন্দি ভার্সন)। বক্স অফিস বিশেষজ্ঞদের মতে অতি সহজেই ৫০০ কোটির ক্লাবের তৃতীয় ছবি হিসাবে নাম লেখাবে ‘গদর ২’।