বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ‘প্রসাদ’ যার নাম কিনা 'মান্নাত', তার সামনেই মোতায়েন করা হয়েছে বড় সংখ্যার মুম্বাই পুলিশ। আর এখবরেই চিন্তিত শাহরুখ অনুরাগীরা। কিন্তু কেন? হঠাৎ কী আবার হল? কোনও অঘটন? সমস্যা কোথায়?
মূলত শাহরুখের মন্নতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের প্রতিবাদ অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ‘বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলিতে কাজ করছেন, যেটা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে।’
প্রসঙ্গত, শাহরুখ এই মুহূর্তে এ-২৩ নামক একটি অনলাইন গেমিং অ্যাপের মুখ। বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গিয়েছে কিং খানকে। আর সেকারণেই শাহরুখের সাধের 'মান্নাত'-এর সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন।
তবে মুম্বাই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করে পুলিশ। তবে বিক্ষোভকারীদের সরানো হলেও ফের সমস্যা শুরু হতে পারে, এই আশঙ্কাতেই মান্নাতের সামনে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এখনও মান্নাতের সামনে রয়েছে কড়া পুলিশি প্রহরা।
এদিকে এক বিক্ষোভকারী বলেন, ‘শাহরুখ খান ছাড়াও, আমরা অজয় দেবগন, রকুল প্রীত সিং, প্রকাশ রাজ, অন্নু কাপুর, রানা দাগ্গুবাতি এবং অনলাইন গেমের প্রচারকারী ক্রিকেটারদেরও বিরোধিতা করছি। আমরা এই সব তারকাদের বাড়ির বাইরেও প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।’