বিনোদন ডেস্ক: শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। সকলের সামনে জাতীয় টেলিভিশন নওয়াজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শাহরুখ। কিন্তু বদলে পেলেন কি! এই ভাবে শাহরুখ খানকে খোঁচা দিলেন তিনি?
একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নওয়াজকে বলিউডে 'টাইপকাস্ট' নিয়ে প্রশ্ন করেন এক তরুণী। উত্তরে নওয়াজ বলেন, "আমার খুব জেদ। কখনও নিজেকে টাইপকাস্ট হতে দেব না আমি। টাইপকাস্ট তো হয় ছবির হিরো।"
কী ভাবছেন এখানেই শেষ? এর পরেই বোমা ফাটান নওয়াজ। শাহরুখ খান যেভাবে দুই হাত বিছিয়ে পোজ দেন, সেই পোজকেই নকল করে একটি মন্তব্য করেন তিনি। নওয়াজকে বলতে শোনা যায়, "৩৫ বছর ধরে এই এক পোজ করতে পারব না আমি। টাইপকাস্ট মানে তো তাই। সারাজীবন ধরে ওই একই পোজ দিয়ে যাওয়া।"
ভিডিওটি ভাইরাল হয়েছে, আর এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ বেশ ক্ষুব্ধ হয়েছেন নওয়াজের উপর। তাদের মতে নওয়াজের অভিনয়ও কোথাও গিয়ে টাইপকাস্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে, নওয়াজ পরোক্ষে শাহরুখকে খোঁচা দিলেও শাহরুখ কিন্তু বরাবরই নওয়াজকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।
একবার এক সাক্ষাৎকারে নওয়াজের গুণ নিয়ে মুখ খুলেছিলেন তিনি। নওয়াজ বলেন, "আমি নওয়াজ ভাইয়ের মতো বড় অভিনেতা নই। উনি সম্ভবত জানেন না উনি কতটা মহান। আমি তো এতদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত। সেই জায়গায় দাঁড়িয়েই বলছি কথাটা।"