বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। তারপর মিস ইউনিভার্স হয়ে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। তারপর বলিউডে পা।
বরাবরই তার পরিচয় শুধু রূপ দিয়ে হয়নি। বরং সুস্মিতা সেনের মার্জিত কথাবার্তা, নম্র ব্যবহার, উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি কখন যেন বলিউডের আর পাঁচটা নায়িকাদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন।
নিজের ক্যারিয়ারে একাধিক প্রেমের সম্পর্কে সুস্মিতা সেন জড়িয়েছেন বলে শোনা যায়। তবে পূর্ণতা পায়নি কোনো সম্পর্ক।
সুস্মিতা বিয়ে না করলেও, দত্তক নিয়েছেন দুই কন্যা সন্তান রেনে আর আলিশাকে। ব্যস্ততার মধ্যেও মেয়েদের জন্য সময় বের করেন তিনি।
সম্প্রতি হিউম্যানস অব বম্বেকে দেওয়া একটি সাক্ষাতকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বলেন সুস্মিতা। এর আগেই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন।
এবার জানালেন, তিনি নিজের সঙ্গেই খুশি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার জীবনে নিজস্ব স্বাধীনতা ছাড়া গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কেউ এসে আমাকে সম্পূর্ণ করবে এ ধারণা হাস্যকর। আমি নিজের মধ্যে সম্পূর্ণ। হ্যাঁ কেউ যদি এই পরিপূর্ণতা আরও বাড়িয়ে তোলার অনুভূতি দিতে পারে আমায় তাহলে তার থেকে ভালো কিছুই হয় না।
৪৭-এ এসে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সুস্মিতা। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফিরছেন পর্দায়। এখানে তিনি তৃতীয় লিঙ্গের একজন হয়ে ধরা দিয়েছেন, বলা ভালো রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করেছেন।