বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ১১:১৭:৩২

পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন রণজয় ও সোহিনী

পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন রণজয় ও সোহিনী

বিনোদন ডেস্ক: টলিউডের অন্যতম চর্চিত জুটি হলেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। মাঝে তাদের সম্পর্কে টানাপোড়েনের কথা শোনা গিয়েছিল। এবার টলিউডের অন্দরের খবর তাদের পথ পাকাপাকি ভাবে আলাদা হয়ে গিয়েছে।

সোহিনী এবং রণজয় দীর্ঘ চার বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু তাদের চলার পথ যে খুব মসৃন ছিল এমনটা একদমই নয়। ঝামেলা হয়েছে তারা আবার সেটা মিটিয়েও নিয়েছেন। লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। 

দুইজনের দুই বাড়িতেও দুইজনের অবাধ যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান, অভিমান, ঝগড়ার পাহাড় ডিঙিয়ে তারা আর এক হলেন না। কদিন ধরেই যে ফিসফাস শোনা যাচ্ছিল সেটা নাকি সত্যি।

তবে টলিউডে এমনটা প্রথমবার নয় যে কোনও তারকা জুটির ব্রেকআপ হল। আগেও একাধিক জুটির সম্পর্ক ভেঙেছে এবার সেই দলে নাম লেখালেন সোহিনী এবং রণজয়। কিন্তু আচমকা কেন পাকাপাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা?

টলিউডের অন্দরের খবর তাদের একদমই বনিবনা হচ্ছিল না। মান, অভিমান তো ছিলই। তবুও দুজনে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু তবুও হল না। জানা যাচ্ছে তাদের বনিবনা না হওয়ার নেপথ্যে তৃতীয় ব্যক্তি আছে কেউ।

সোহিনীর সঙ্গে নাকি তার কোনও সহ অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে। সোহিনী বা রণজয় কেউ এখনই এই বিষয়ে কথা বলতে চাননি। তবে তাদের নিকট ব্যক্তিদের তরফে খবর তার আর একসঙ্গে নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে