বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১২:৩৬:৩৬

ফের যে কারণে আলোচনায় একসঙ্গে সালমান-আলিয়া!

 ফের যে কারণে আলোচনায় একসঙ্গে সালমান-আলিয়া!

বিনোদন ডেস্ক: ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ঘোষণা হয়েছিল ‘ইনশাআল্লাহ’ ছবির। ছবিতে জুটি হিসেবে একে অপরের বিপরীতে কাজ করার কথা ছিল সালমান খান ও আলিয়া ভাটের। শুধু তাই নয়, এ ছবিতেই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে প্রথম কাজ করার কথা আলিয়া ভাটের। সালমান খানের রেওয়াজ মেনে ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘ইনশাআল্লাহ’-এর। সব ঠিক হয়ে যাওয়ার পরও সেই ছবি তৈরি হয়নি। 

তবে ফের একই খবর ভারতীয় গণমাধ্যমে। শোনা যাচ্ছে, তৈরি হবে ইনশাআল্লাহ। ছবিটি তৈরি করা নিয়ে বানসালি প্রোডাকশন হাউসের সিইও প্রেরণা সিং বলেন, এটি একটি খুব ভালো গল্প। যদি কল আসে, তবে কাজটি হবে। এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। ভবিষ্যতের কথা কেউ-ই জানে না।

এদিকে বর্তমানে সঞ্জয় লীলা বানসালি তার পিরিয়ড ড্রামা ছবির কাজে ব্যস্ত। ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, মনীষা কৈরালাসহ আরও অনেক অভিনেত্রী থাকছেন সিরিজে। তেমনই এর পর বৈজু বাওরা ছবি নির্মাণ করবেন সঞ্জয় লীলা বানসালি। যেখানে দেখা যাবে রণবীর সিংকে।

শেষ তার নির্মিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি পেয়েছিল জাতীয় পুরস্কার। ৬৯তম জাতীয় পুরস্কার লাভ করেন আলিয়া। ছবির প্রধান চরিত্রে দেখা গেছে আলিয়াকে। ছবিতে আলিয়া ছাড়াও ছিলেন অজয় দেবগন, জিম সার্ভ, শান্তনু মহেশ্বরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে