বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে জওয়ানের ট্রেলার। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে শুরু হয়ে গেছে সিনেমাটির প্রি-বুকিং। অগ্রিম বুকিং শুরু হতেই ব্যাপক উন্মাদনা লক্ষ করা যাচ্ছে কিং খানের ভক্তদের মাঝে।
আকাশছোঁয়া দাম থাকা সত্ত্বেও নিমেষেই বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। অ্যাটলির পরিচালনায় ও শাহরুখ খানের হোম প্রডাকশন ‘রেড চিলিজ’ থেকে মুক্তি পাচ্ছে সিনেমাটি। জওয়ান দেখা যাবে ২ডি এবং আইম্যাক্স ফরম্যাটে।
সূত্র অনুসারে, মুম্বাইয়ে সবচেয়ে দামি টিকিটের দাম ২৩০০ রুপি এবং দিল্লিতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৪০০ রুপি। তবে এত দাম সত্ত্বেও থামছে না জওয়ানের বুকিং ঝড়। এদিকে কলকাতায়ও একই ঝড় দেখা যাচ্ছে। মানি স্কোয়ারে টিকিটের দাম শুক্রবার সর্বাধিক ৭৫০ রুপি শোনা যাচ্ছে।
সিটি সেন্টার ২’তে টিকিট মিলছে ৩৫০ রুপির মধ্যে। সাউথ সিটিতে রাতের শো’র টিকিটের দাম ১৭০০ রুপির কাছাকাছি। কোয়েস্টে ১১৭০ রুপি। তবে মফস্বল অঞ্চলের দিকে দাম একটু কম। দমদমের ডায়মন্ড প্লাজায় শুক্রবারের রাতের শো’র টিকিটের দাম সর্বাধিক ৫৫০ রুপি।
মধ্যমগ্রাম, বারাসাতের স্টার মল বা সিটি মলে ৩০০ রুপির মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে। হাওড়ার অবনীতেও টিকিটের দাম ৪৫০ রুপি। তবে এখন থেকেই হাউসফুল শুক্রবারের টিকিট। বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শোর দিকে ঝুঁকছেন কিং খানের ভক্তরা।
এর আগে আস্ক এসআরকে সেশনের কথোপকথনে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি ভারতে জওয়ানের অগ্রিম বুকিং খুলছেন কবে থেকে? উত্তরে শাহরুখ বলেন, তিনি লোকদের বেতন পাওয়ার জন্য অপেক্ষা করছেন, যাতে তারা পুরো পরিবারের জন্য টিকিট বুক করতে পারে। কারণ ‘জওয়ান’ একটি পারিবারিক সিনেমা।
‘জওয়ান’ ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি হবে শাহরুখের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে জওয়ান। এতে আরো অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রা এবং প্রিয়মণি। দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে ক্যামিও চরিত্রে। এটি পরিচালনা করেছেন দক্ষিণের ‘হিটমেকার’খ্যাত পরিচালক অ্যাটলি। সূত্র : হিন্দুস্তান টাইমস