শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩:৫৭

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের কারণ জানালেন রাখি

হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণের কারণ জানালেন রাখি

বিনোদন ডেস্ক: উমরাহ করে ফিরতেই রাখি বলেন, তাঁকে ডাকতে হবে ফতিমা নামে। এ বার রাখি জানান, তাঁর ইসলাম কবুল করার নেপথ্যের কারণ। স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। চলেছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। এর মাঝেই শান্তির খোঁজে উমরাহ করতে সৌদি আরবে পাড়ি দেন রাখি সবন্ত। সেখান থেকেই ফিরতেই তাঁর ভোলবদল। মক্কা-মদিনা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! পাকাপাকি ভাবেই বদলে দিলেন নিজের নাম! 

তিনি জানান, আর তাঁকে রাখি নামে ডাকা যাবে না, এখন থেকে তিনি ফতিমা। ছবিশিকারিদের উদ্দেশে তাঁর এই আর্জি। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগত তাঁর নিজের ধর্মের? অপ্রত্যাশিত প্রশ্ন শুনে পাল্টা জবাব দেন বলিউডের ‘ড্রামা কুইন’।

সব সময়ই ঠোঁটের গোড়ায় উত্তর হাজির থাকে অভিনেত্রীর। তবে এই প্রশ্ন শুনে খানিকটা থতমত খেয়ে যান রাখি। তিনি বলেন, ‘‘হিন্দু ধর্মে কোনও খারাপ নেই। আমি এক জন মুসলিমকে বিয়ে করি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।’’

রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিক বার বোরখা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তার পরে অবশ্য নিজের চেনা অবতারেই ফিরে এসেছিলেন ‘বিগ বস্’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধ.র্ষ.ণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি। রাখির এই দ্বিচারিতাতেই এ বার বিরক্ত নেটাগরিকরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে