শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:২৮:১২

মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী

মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিয়মিত আলোচনায় থাকেন।  কখনো প্রেম কখনো অভিনয় নিয়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি।  রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে জড়ান তিনি। 

একটা সময় দুজনের সোশ্যাল মিডিয়া পিডিএ নজর কাড়ত সবার। তবে আশ্চর্যের কথা হলো— এখন তারা পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। গত ডিসেম্বরে অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর ব্রেকআপের খবর প্রকাশ হয়। জানা গিয়েছিল কোনো তিক্ততা নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। সেই সময় শ্রাবন্তী বলেছিলেন, আমরা এখনো ভালো বন্ধু। কোনো বিচ্ছেদ হয়নি। অভিরূপের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি’। তবে বাস্তব ছবিটা একদম অন্যরকম। এখন তো দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ, খবর তেমনটাই। 

এবার নতুন সম্পর্কে জড়ালেন অভিরূপ, খুঁজে পেলেন মনের মানুষকে। শুক্রবার এক সুন্দরীকে জড়িয়ে ছবি দিলেন অভিরূপ, ক্যাপশনে আঁকা ভালোবাসার চিহ্ন। পরিচিতদের মন্তব্য বুঝিয়ে দিচ্ছে সম্পর্কে রয়েছেন দুজনে। অভিরূপের প্রেমিকার নাম শেলি।

প্রসঙ্গত, রোশন-শ্রাবন্তীর ডিভোর্স মামলা আপাতত আদালতে বিচারাধীন। সম্প্রতি এক সাক্ষাৎকরে শ্রাবন্তী বলেছেন, নিজের মতো করে জীবন কাটাতে চান। ক্যারিয়ার আর ছেলেই এখন তার জীবনের একমাত্র প্রায়োরিটি।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে