সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৬:০২

বিশ্বের অন্যতম শক্তিশালী যে গাড়ি আছে শাহরুখ খানের

বিশ্বের অন্যতম শক্তিশালী যে গাড়ি আছে শাহরুখ খানের

বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান তিনি। এই এক বিশেষই তাকে সবার থেকে করেছে আলাদা। এই এক শব্দের কারণে ভিন্ন পরিচয় দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। শাহরুখ খান। শুধু সিনেমা বা অভিনয়ই নয়, চর্চায় থাকেন জীবনযাপনের পদ্ধতির জন্যও। বাড়ি-গাড়ি থেকে শুরু করে ছুটি কাটানোর ঠিকানা, সবকিছু নিয়েই ভক্তদের ব্যাপক উত্তেজনা থাকে। রাজা-বাদশার মতো বিলাসবহুল জীবনযাপন করার জন্যও বিখ্যাত তিনি।

তার প্রাসাদের মতো বাসভবন ‘মান্নাত’-এর সামনে সারা বছরই ভিড় জমান গুণমুগ্ধরা। তবে শুধু ২০০ কোটি টাকার মান্নাত নয়, পৃথিবার অন্যতম বিত্তবান এই অভিনেতার কাছে আছে আরও কয়েকটি জিনিস, যা তাক লাগাবে সাধারণকে। শাহরুখের সম্পত্তির অন্যতম আকর্ষণ হলো তার লন্ডনের বিলাসবহুল বাংলো। ১৭২ কোটি টাকা মূল্যের এই বাংলো সেন্ট্রাল লন্ডনের পার্ক লেন এলাকায় অবস্থিত। শাহরুখের কাছে ১০০ কোটি টাকা মূল্যের আরও একটি বিলাসবহুল বাড়ি আছে। ‘জান্নাত’ নামের এই বাড়িটি দুবাইয়ের পাম জুমেরিয়ায় অবস্থিত। তবে এ বাড়িটি শাহরুখ কেনেননি।

দুবাইয়ে সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত এক সংস্থা তাকে এই বাড়িটি উপহার দেয়। এ ছাড়া আলিবাগেও শাহরুখের একটি বিলাসবহুল বাংলো আছে। এই বাংলোটির মূল্য প্রায় ১৫ কোটি টাকা। এখানেই শাহরুখ নিজের ৫১তম জন্মদিনটি পালন করেন। ১৯ হাজার ৯৬০ বর্গমিটারের এই বাংলোয় একটি হেলিপ্যাড আছে।

বুগাট্টি ভেইরন শাহরুখের মালিকানাধীন সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম। এ ছাড়া শাহরুখ একটি বিশেষভাবে ডিজাইন করা ভ্যানিটি ভ্যানেরও মালিক। তার এই ভ্যানিটি ভ্যানটি দিলীপ ছাবরিয়া ডিজাইন করেছেন। এটি তৈরি করতে প্রায় ৬০ দিন সময় লেগেছে। এই ভ্যানটির মধ্যে জীবনযাপনের সমস্ত প্রয়োজনীয় সুবিধাই রয়েছে। শাহরুখের এই বাহনটির দাম ৪ কোটি টাকা। বলিউডের খুব কমসংখ্যক তারকা আছেন, যাদের কাছে রোলস রয়েস রয়েছে। শাহরুখের রোলস রয়েস ফ্যান্টম গাড়িটির মূল্য সাত কোটি টাকা।

শাহরুখের গাড়ির বহরের মধ্যে একটি বেন্টলে কন্টিনেন্টাল জিটিও রয়েছে। এই গাড়িটিও বিশ্বের অন্যতম শক্তিশালী গাড়ি। গাড়িপ্রেমীদের কাছে এর জন্য একটি বিশেষ আবেদন রয়েছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের মালিকও শাহরুখ। কলকাতার এই আইপিএল দলের মূল্য ৬০০ কোটি টাকা। ভারতের অন্যতম প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ভিএফএক্স’ সংস্থারও মালিকানা রয়েছে শাহরুখের। ২০০২ সালে শাহরুখ এবং তার স্ত্রী গৌরী খান মিলে এই প্রযোজনা সংস্থা শুরু করেন। এর আগেও শাহরুখের একটি প্রযোজনা সংস্থা ছিল। কিন্তু লাভের মুখ না দেখায় তা বন্ধ করেন তিনি। এ সংস্থার একটি নিজস্ব ভিএফএক্স স্টুডিও রয়েছে। এই সংস্থার বার্ষিক আয় প্রায় ৫০০ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে