মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯:১৪

কী করেন এখন ‘কাভি খুশি কাভি গম’-এর সেই ‘ছোট্ট পু’? অবাক হবেন

কী করেন এখন ‘কাভি খুশি কাভি গম’-এর সেই ‘ছোট্ট পু’? অবাক হবেন

বিনোদন ডেস্ক : ‘কাভি খুশি কাভি গম’ এর মত আইকনিক মাস্টারপিস ফ্যামিলি ড্রামার সিনেমা দিয়ে অভিনয় দুনিয়াতে হাতেখড়ি হয়েছিল তার। সেখানে শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়িদের মত সুপারস্টারদের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করেছিলেন ছোট্ট মালবিকা রাজ। যাকে দর্শকরা আজও করিনা কাপুরের ছোটবেলার ‘ছোট্ট পু’ নামে মনে রেখেছেন। জানেন এখন তাকে কেমন দেখতে হয়েছে?

এই ছবিটি মুক্তি পাওয়ার পর কেটে দিয়েছে ২০ টা বছর। অর্থাৎ সেই হিসেবে মালবিকার বয়স এখন ৩০ এর কাছাকাছি। যখন তিনি ছবিতে অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৭ বছর। তখন মালবিকাকে দেখতে অনেকটা করিনা কাপুরের মতই ছিল। তাই ‘পু’ এর ছোটবেলার চরিত্রের জন্য ছবি নির্মাতারা মালবিকাকেই বেছে নিয়েছিলেন। বর্তমানে তিনি সৌন্দর্যে বলিউড নায়িকাদের টক্কর দিতে পারেন।

১৯৯৩ সালে মুম্বাই শহরে জন্মগ্রহণ করেছিলেন মালবিকা। তার বাবা হলেন বলিউডের প্রখ্যাত প্রযোজক তথা পরিচালক ববি রাজ। করণ জোহরের ছবি দিয়েই তার হাতেখড়ি হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এরপর দীর্ঘ বিরতি নিয়ে নেন মালবিকা। অভিনয় ছেড়ে তিনি পড়াশোনাতে মন দেন। এরপর আবার গ্ল্যামার দুনিয়াতে ফিরে আসার জন্য ২০১০ সালে তিনি মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতে অংশ নিয়েছিলেন। যদিও জিততে পারেননি।

২০১৫ সালে সিওল এশিয়া খেতাব অর্জন করেছিলেন মালবিকা। এরপর তিনি মডেলিং করতে শুরু করেন। বেশ কিছু বিজ্ঞাপনের হয়ে প্রচারের মুখ হিসেবে কাজ করেছিলেন তিনি। তারপর ২০১৭ সালে তেলেগু ছবি ‘জয়দেব’ এর হাত ধরে তিনি নায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। ওই বছরই আবার ইমরান হাশমির সঙ্গে ক্যাপ্টেন নবাব সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।

এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন মালবিকা। কিন্তু তার ছবিগুলো বক্স অফিসে তেমন ভাল ফলাফল করতে পারেনি। অভিনয় ছাড়াও তিনি রান্না, যোগব্যায়াম এবং বিদেশ ভ্রমণ করতে পছন্দ করেন। সদ্য তিনি তার প্রেমিক প্রণব বাগ্গার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। প্রণব পেশায় একজন ব্যবসায়ী। শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

বাগদানের অনুষ্ঠানের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। নতুন জীবনে প্রবেশ করার প্রসঙ্গে ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে মালবিকা লেখেন, ‘আমরা এখানে, এখান থেকেই সব শুরু করেছি। এতদিন পরে এটাই আমাদের সেরা সময়, এখনও শক্তভাবে সেই জায়গায় রয়েছি’। তার বন্ধু এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদের জুটিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে