মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৮:৪০

রিপোর্ট পেলাম ডেঙ্গু পজিটিভ, প্লাটিলেট কমতে শুরু করেছে: নিলয়

রিপোর্ট পেলাম ডেঙ্গু পজিটিভ, প্লাটিলেট কমতে শুরু করেছে: নিলয়

বিনোদন ডেস্ক : শোবিজের অনেক তারকা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। কয়েক দিন আগেই ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শাহনূর ডেঙ্গুতে আক্রান্ত হন। বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা। আর এবার ডেঙ্গু আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

নিলয় লিখেছেন- ‘আজকে জ্বর যখন কমে এলো তখন রিপোর্ট পেলাম ডেঙ্গু পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। ডা. বললেন আরও কিছুদিন রেস্টে থাকতে হবে। 

খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না; কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার লসের জন্য সরি বলা ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দেব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে