মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩৫:০৫

ভিকি নিজেই জানালেন ক্যাটরিনার প্রেমে পড়ার আসল কারণ

ভিকি নিজেই জানালেন ক্যাটরিনার প্রেমে পড়ার আসল কারণ

বিনোদন ডেস্ক : ২০২১ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারপর কেটে গেছে প্রায় দেড় বছর, চুটিয়ে সংসার করছেন এই জুটি। 

ক্যাটরিনা যখন তাকে পছন্দ করেছিলেন, তিনি জানতেন অনেকেই এ সম্পর্ককে মেনে নিতে পারবেন না হয়তো। তবে ভিকি সেসব কিছু না ভেবে প্রতিটা মুহূর্তে ক্যাটরিনাকে যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়ার যে চেষ্টা করে চলেছেন, তা ইতোমধ্যেই স্পষ্ট।

আনন্দবাজার পত্রিকার অনলাইনে সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের ও ক্যাটের সম্পর্কের গোড়ার দিকের গল্প শোনান ভিকি।

তাদের বয়সের পার্থক্য পাঁচ বছরের। বলিউডে পেশাদার অভিনেতা হিসেবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা।

এই দুই তারকার সম্পর্কের ক্ষেত্রে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়নি একে অপরের সেই অবস্থান?

এ বিষয়ে ভিকি বলেন, ‘প্রথম দিকে ওই বিষয়টা মেনে নিতে আমারই অসুবিধা হতো। আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে ক্যাটরিনার মতো একজন তারকা আমাকে এত পাত্তা দিচ্ছে! 

তবে আমি ওর সঙ্গে সহজভাবে মিশে বুঝতে পেরেছিলাম, মানুষ হিসেবে কতটা খাঁটি ও। তখনই আমি উপলব্ধি করেছিলাম, নিজের জীবনসঙ্গী হিসেবে আমি ওকেই চাই।’

ভিকি আরও জানান, তারকার মোড়কের নেপথ্যে ক্যাটের ব্যক্তিগত সত্তার প্রেমেই পড়েছিলেন তিনি।

এক সাক্ষাতকারে ক্যাটরিনা জানান, পরিচালক জোয়া আখতারের বাড়ির পার্টিতেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তিনি ও ভিকি। কয়েক বছরের প্রেমের পর ২০২১ সালের ডিসেম্বর মাসে চার হাত এক হয় যুগলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে