শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:১২:৫৪

‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়ে ইতিহাস গড়ল!

‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়ে ইতিহাস গড়ল!

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। আর একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেয়ে ইতিহাস গড়ল। একই সঙ্গে শুক্রবার সিনেমা মুক্তির প্রথাও ভেঙে দিল সিনেমাটি। ১৯৭১-পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দি সিনেমার মুক্তির বিলোপ ঘটে।

কয়েক বছর আগে বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি শুরু হলেও পরে তা থমকে যায়। সাম্প্রতিক সময়ে নতুনভাবে আমদানি শুরু হয়। কিন্তু বলিউডের সঙ্গে এ দেশে হিন্দি সিনেমার মুক্তি ছিল অভাবনীয় কল্পনার বিষয়। অর্ধশতক পর এ দেশে সে ঘটনাই ঘটল।

‘জওয়ান’ বাংলাদেশে মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা পড়েছিল। আজ বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘জওয়ান’। ফলে বাংলাদেশেও সারা বিশ্বের মতো আজই মুক্তি পায়। এ খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের জমায়েত শুরু হয়।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের প্রথম শো শুরু করে। সিনেমাটি আজ থেকে মোট ৪৬টি হলে চলছে। প্রতিদিন মোট ২৩৭টি শো চলবে জানালেন আমদানি সংশ্লিষ্টদের অন্যতম নির্মাতা অনন্য মামুন।   

সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি। দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরো আছেন দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ।

‘জওয়ান’ ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে। নয়নতারা ছাড়াও শাহরুখের এই ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

‘জওয়ান’ দিয়ে নতুন এক নজির তৈরি হলো। এই প্রথম কোনো হিন্দি সিনেমা একই তারিখে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে। একই সঙ্গে শুক্রবারের সিনেমা মুক্তির প্রথাও ভেঙে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে