সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:০৪:৫৯

৪ দিনেই একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস গড়ল ‘জওয়ান’

৪ দিনেই একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস গড়ল ‘জওয়ান’

বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ জ্বরে কাঁপছে ভারত। শুধু ভারতই নয়, বিশ্বজুড়েও ‘জওয়ান’ ঝড়ে কাবু শাহরুখ অনুরাগীরা। সেই প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিসে। একের পর এক রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টির পথে এগিয়ে যাচ্ছে ‘জওয়ান’।

শাহরুখ খান ও নয়নতারা অভিনীত সিনেমাটি মাত্র চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩১ কোটি রুপি আয় করে নিয়েছে! প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত সিনেমাটি মুক্তির মাত্র চতুর্থ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩১ কোটি আয় করেছে। 

প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে দ্রুততম ৫০০ কোটি আয়ের কৃতিত্ব গড়েছে ‘জওয়ান’। এ ছাড়াও শাহরুখ খানই একমাত্র অভিনেতা যিনি এক বছরে পরপর দুইবার ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন।

তার সর্বশেষ সিনেমা ‘পাঠান’ও বক্স অফিসে বড় রেকর্ড তৈরি করেছিল।

‘জওয়ান’-এর আয় উল্লেখ করে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক্স-এ (টুইটার) লিখেছেন, ‘জওয়ান’ সারা বিশ্বে মাত্র চার দিনে অভিজাত ৫০০ কোটির ক্লাবে যোগদান করেছে। 

এখন পর্যন্ত যেকোনো বলিউড ফিল্মের জন্য ভারতে সবচেয়ে বড় এক দিনের সংগ্রহ নিবন্ধন করেছে। মুক্তির প্রথম দিন ১২৫.০৫ কোটি, দ্বিতীয় দিন ১০৯.২৪ কোটি, তৃতীয় দিনে ১৪০.১৭ কোটি ও চতুর্থ দিনে ১৫৬.৮০ কোটি আয় করেছে।

চার দিনে ‘জওয়ান’-এর সর্বমোট আয় ৫৩১.২৬ কোটি রুপি। ‘পাঠান’-এর পর এক বছরে দুটি ৫০০ কোটির চলচ্চিত্রের একমাত্র অভিনেতা হয়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন শাহরুখ খান। এ ছাড়াও এই অভিজাত ক্লাবে প্রবেশ করা সবচেয়ে দ্রুততম হিন্দি চলচ্চিত্র ‘জওয়ান’।

মার্কিন যুক্তরাষ্ট্রে ‘জওয়ান’-এর আয় উল্লেখ করে মনোবালা বিজয়বালন লিখেছেন, “ব্রেকিং! ‘বার্বি’ এবং ‘ওপেনহাইমার’কে হারিয়ে প্রথম সপ্তাহান্তে মার্কিন ঘরোয়া বক্স অফিসে চতুর্থ স্থানে রয়েছে।” সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদন অনুসারে, ‘জওয়ান’ উত্তর আমেরিকার ৮১৩টি সিনেমা হল থেকে ৬.২ মিলিয়ন ডলার আয় করেছে।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। সূত্র : স্যাকনিল্ক, হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে