বিনোদন ডেস্ক : এই মুহূর্তে জওয়ান জ্বরে কাঁপছে ভারত। সকলের মুখে শুধু শাহরুখ খানের বন্দনা। ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৭০০ কোটি আয় করে নিয়েছে সিনেমাটি। রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে।
তবে একদিকে যেমন শাহরুখ ঝড়, অন্যদিকে তার প্রিয় বন্ধু সালমানও বসে নেই। নিজের আসন্ন চলচ্চিত্র ‘টাইগার ৩’-এর কাজ জোরেশোরেই শেষ করছেন অভিনেতা। তবে এরই মধ্যে নতুন এক গুঞ্জন শোনা যাচ্ছে খান সাহেবকে ঘিরে। গুঞ্জন অনুসারে, দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থার সাথে জুটি বাঁধতে চলেছেন সালমান খান!
সিয়াসাতের সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, সামান্থা রুথ প্রভু এবং সালমান খান একটি আসন্ন সিনেমায় জুটি বেঁধে রোম্যান্স করবেন যা করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে।
জানা গেছে, এই সিনেমার জন্য পরিচালক বিষ্ণুবর্ধনের সঙ্গে কথা চলছে সামান্থার। বিনোদন পোর্টালটি আরও দাবি করেছে যে সামান্থা ছাড়াও ত্রিশা এবং আনুশকা শেঠিকেও সিনেমাটির জন্য বিবেচনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নির্মাতাদের কাছ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে ২৫ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সালমান খান এবং করণ জোহর।
১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ চলচ্চিত্রে করণের সঙ্গে শেষবারের মতো কাজ করেছিলেন সালমান। এদিকে পিঙ্কভিলা জানিয়েছিল যে করণ-সালমান নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হতে পারে এবং ৭ থেকে ৮ মাসের মধ্যে একাধিক শিডিউলে শ্যুট করা হবে। পিংকভিলার প্রতিবেদন অনুসারে, “এটি একটি বিশেষ প্রকল্প এবং ২০২৩ সালের নভেম্বরে ফিল্মটির শুটিং শুরু হবে৷ শেরশাহের পরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি হবে বিষ্ণু বর্ধনের দ্বিতীয় পরিচালনা৷ প্রাক-প্রোডাকশনের কাজ আগস্ট থেকে শুরু হবে।”
এই মুহূর্তে সিনেমাটির অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় সালমান ও সামান্থা ভক্তরা।
বর্তমানে সালমান খান তার বহুল প্রতীক্ষিত ‘টাইগার ৩’-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা এই বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
অন্যদিকে, সামান্থাকে সম্প্রতি বিজয় দেবেরকোন্ডার বিপরীতে ‘কুশি’তে দেখা গেছে। অভিনেত্রীকে শিগগিরই সিটাডেলের ভারতীয় সংস্করণে দেখা যাবে যাতে বরুণ ধাওয়ানও অভিনয় করেছেন। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া